সৌমালি বন্দ্যোপাধ্যায়, উদয়নারায়ণপুর : আমতা ও উদয়নারায়ণপুর বন্যা সমস্যার স্থায়ী সমাধানে এবার জোরকদমে কাজ শুরু করল রাজ্য সরকার। সেচ দফতরের উদ্যোগে ২৭০০ কোটি টাকার এই মেগা প্রকল্পের কাজ শুরু হয়েছে। ২০২৫ সালের মধ্যে এই মেগা প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। আগামী বছরের মধ্যেই এই কাজের সিংহভাগটা শেষ হয়ে যাবে। ফলে ২০২২ সাল থেকেই এই প্রকল্পের সুফল পেতে শুরু করবেন আমতা ও উদয়নারায়ণপুরের মানুষ। পুজোর আগে প্রায় দু’মাসের ব্যবধানে ডিভিসির ছাড়া জলে জলভাসি হয়েছিল উদয়ানারায়ণপুর ও আমতার বিস্তীর্ণ এলাকা। দামোদরের রিং বাঁধের একাধিক জায়গায় ফাটল দেখা দেয়। সেখান দিয়ে জল ঢুকে কার্যত এলোমেলো করে দেয় উদয়নারায়ণপুর ও আমতার একাধিক এলাকা।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর বিকল্প নেই: কৃষ্ণ কল্যাণী
ইতিমধ্যেই দামোদরের রিং বাঁধের ওই ফাটলগুলি সেচ দফতরের তরফে মেরামত করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলভাসি ওইসব এলাকা পরিদর্শনে এসে এই সমস্যার স্থায়ী সমাধানের কথা বলেছিলেন। এই ব্যাপারে বিশেষ জোর দেন মুখ্যমন্ত্রী। এরপরই মুখ্যমন্ত্রীর নির্দেশে বন্যা সমস্যার স্থায়ী সমাধানে মেগা প্রোজেক্টের কাজ জোরকদমে শুরু করে দিয়েছে সেচ দফতর। এই প্রকল্পে দামোদরের পূর্ব পাড়ের বাঁধকে পর্যাপ্ত উঁচু করে কংক্রিটের দেওয়াল তুলে দেওয়া হচ্ছে। যা ভাঙা কার্যত অসম্ভব। পশ্চিম পাড়েও যেখানে যতটা উঁচু করার দরকার তা করা হচ্ছে। সেইসঙ্গে দামোদরের পশ্চিমপাড় ৮ ইঞ্চি উঁচু করে কংক্রিটের রাস্তা তৈরি করে দেওয়া হচ্ছে। এরই সঙ্গে এই প্রকল্পের আওতায় দামোদরের প্রতিটি খাল ও নিকাশি নালাগুলিও সংস্কার করে দেওয়া হচ্ছে। যার ফলে এইগুলি থেকে পার্শ্ববর্তী এলাকা অন্তত তিনবছর আর জলমগ্ন হবে না।