প্রতিবেদন : কংগ্রেসের অত্যাচার, অপহরণের অভিযোগ তুলে বোর্ড গঠনের ৪৮ ঘণ্টা আগে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন দুই জয়ী মহিলা সদস্য। মালদহের চাঁচলের ঘটনা। ভিডিও বার্তায় কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন তাঁরা। সেই ভিডিও বার্তায় তাঁরা অভিযোগ করেছেন, ফলাফলের পরের দিন থেকে কংগ্রেস জোর করে গোপন শিবিরে তাঁদের আটকে রেখেছিল। পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করতে দিচ্ছিল না। শিবিরের মধ্যে দুর্ব্যবহার করা হত। তাই তাঁরা স্বেচ্ছায় পালিয়ে গিয়েছেন। ঠিক তারপরই অঞ্চল সভাপতির হাত ধরে তাঁরা যোগ দিলেন তৃণমূলে।
আরও পড়ুন-৩ লক্ষাধিক পড়ুয়াকে রাজ্যের স্কলারশিপ ৩৬২ কোটি টাকা
প্রসঙ্গত, চাঁচল ১ ব্লকের কলিগ্রাম গ্রাম ২০ আসন বিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েতের ৮টি আসনে জিতেছে কংগ্রেস, ৭টিতে তৃণমূল, ৩টিতে বিজেপি এবং ২টিতে সিপিএম। ফলাফল বেরোনোর পরের দিন থেকেই নিজেদের আটজন এবং সিপিএমের দুই জয়ী সদস্যকে সঙ্গে নিয়ে গোপন শিবিরে রেখেছিল কংগ্রেস। চলতি মাসের ১১ তারিখ কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়া ছিল। পঞ্চায়েত দফতরের ভেতর ভোটাভুটি চলাকালীন দুই পক্ষের মধ্যে ঝামেলার জেরে ভেস্তে যায় এই প্রক্রিয়া।
আরও পড়ুন-বেসরকারি স্কুলের লাগামছাড়া ফি রুখতে বিল আনবে রাজ্য
তবে সেই দিনই কংগ্রেসের এক জয়ী সদস্য তৃণমূলে যোগ দেন বলে তৃণমূল দাবি করে। বাকিদের নিয়ে কংগ্রেস নেতৃত্ব ফের গোপন শিবিরে চলে যায়। আগামী ২৪ তারিখ পুনরায় বোর্ড গঠন প্রক্রিয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আর তার আগেই দুই সদস্য যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। তৃণমূলের অঞ্চল সভাপতি মির্জা আফতাবউদ্দিন তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন।