মুম্বই, ২১ অক্টোবর : বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল ক্লাবের মালিক গোষ্ঠীর নজরে এবার আইপিএল! বিসিসিআই সূত্রের খবর, আগামী মরশুমে আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি হতে প্রবল আগ্রহী ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মার্কিন মালিক গ্লেজার পরিবার। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের ক্লাবের মালিকানা এখন দুই ভাই আভ্রাম গ্লেজার এবং জোয়েল গ্লেজারের। এবং তাঁরা বিশ্বের জনপ্রিয়তম ক্রিকেট লিগের অংশ হতে চাইছেন। তাই নতুন দল কেনার জন্য ইতিমধ্যেই দরপত্র তুলেছেন।
প্রসঙ্গত, আগামী মরশুম থেকে আইপিএলের আসরে আরও দু’টি দল বাড়ছে। নতুন দল কেনার জন্য দরপত্র তোলার শেষ তারিখ ছিল গত ২০ অক্টোবর। বোর্ড সূত্রের খবর, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিক গোষ্ঠী ছাড়াও এই দরপত্র তুলেছে আদানি গ্রুপ, টরেন্ট ফার্মা, অরবিন্দ ফার্মা, সঞ্জীব গোয়েঙ্কার আরপিজি গ্রুপ, হিন্দুস্থান মিডিয়া গ্রুপ ও জিন্দাল স্টিল গ্রুপ।
আরও পড়ুন-শিল্পেও গোটা দেশে বাংলাই দিশা, খড়গপুরে বিরাট কারখানা তৈরি করছে বিড়লা গোষ্ঠী
এদিকে, দরপত্র তুলতে আগ্রহী সংস্থাগুলির জন্য বেশ কিছু নিয়মও চালু করেছে বিসিসিআই। যেমন কোনও সংস্থা দল কিনতে চাইলে, তাদের বার্ষিক লেনদেন ভারতীয় মুদ্রায় ন্যূনতম তিন হাজার কোটি হতে হবে। এই নিয়ম অনুযায়ী কোনও বিদেশি সংস্থা আইপিএলের দল কিনতে চাইলে তাদের ভারতের মাটিতে ব্যবসা শুরু করতে হবে। পাশাপাশি আগামী ২৫ অক্টোবরের মধ্যে দরপত্র বোর্ডের দফতরে জমা দিতে হবে।
আইপিএল বিশ্বের সবথেকে জনপ্রিয় টি-২০ লিগ। সারা পৃথিবীর সেরা ক্রিকেটাররা এই লিগে অংশগ্রহণ করেন। এর জনপ্রিয়তা দেখেই ফুটবল দুনিয়ার অন্যতম সেরা ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড আইপিএলে আগ্রহ দেখাচ্ছে। তবে সবটাই এখন রয়েছে প্রাথমিক স্তরে।