সংবাদদাতা, আসানসোল : আসানসোল জেলা হাসপাতালে প্রায় ৩২ কোটি টাকা বরাদ্দ, তৈরি হবে ক্রিটিকাল কেয়ার ব্লক ও ল্যাবরেটরি। সম্প্রতি এটির ভার্চুয়াল ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসানসোল জেলা হাসপাতালে তৈরি করা হবে ডিস্ট্রিক্ট ইন্ট্রিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাবরেটরি বা ডিআইপিএইচএল। একই সঙ্গে হবে ১০০ শয্যার ক্রিটিকাল কেয়ার ব্লক বা সিসিবি।
আরও পড়ুন-চন্দ্রযান মিশনের সদস্য ছেলে, টিভিতে দেখলেন মা
কলকাতা থেকে এক অনুষ্ঠানে আসানসোল জেলা হাসপাতালের এই দুই প্রোজেক্টের ভার্চুয়াল ভিত্তিপ্রস্তর স্থাপন করে মুখ্যমন্ত্রী দ্রুত কাজ শেষের নির্দেশ দেন। বলেন, এর ফলে স্থানীয় বহু মানুষ, এমনকী আশপাশের এলাকার মানুষও উপকৃত হবেন। জানা গিয়েছে, প্রস্তাবিত ডিআইপিএইচএলের জন্য ৮৬ লক্ষ ১৮ হাজার ৯৩৫ টাকা ও ১০০ শয্যার সিসিবির জন্য ৩১ কোটি ৩৩ লক্ষ ৭১ হাজার ৭৬৫ টাকা বরাদ্দ করা হয়েছে।