মণিপুরের হিংসার (Manipur violence Cases) ঘটনা নিয়ে সিবিআইয়ের হাতে থাকা প্রত্যেকটি মামলার শুনানি হবে প্রতিবেশী রাজ্য অসমের গুয়াহাটি আদালতে। শুক্রবার এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মামলার বিচারের জন্য নিম্ন আদালত মনোনয়নের ভার দিয়েছে অসমের হাইকোর্টের প্রধান বিচারপতিকে। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন।
দেশের শীর্ষ আদালত জানিয়েছে, ধৃতদের রিমান্ডে নেওয়া, হিংসায় অভিযুক্ত ব্যক্তি এবং সাক্ষীদের শুনানিও গুয়াহাটিতেই হবে। কিছুক্ষেত্রে ভার্চুয়ালি শুনানি হওয়ারও সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে ইন্টারনেট পরিষেবা যেন স্বাভাবিক থাকে সেই নির্দেশও দেওয়া হয়েছে মণিপুর সরকারকে। এদিন, হিংসার শিকার ব্যক্তিদেরকে মণিপুর থেকে অসমে সাক্ষ্য দিতে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সিনিয়র আইনজীবী কলিন গনসালভেল এবং আইনজীবী বৃন্দা গ্রোভার।
আরও পড়ুন-রাজ্যে ১কোটি ৯৮লক্ষ ৩৭হাজার মহিলা পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা
প্রসঙ্গত, মণিপুরের (Manipur violence Cases) কংপোকপিতে দুই মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানোর ঘটনার ভিডিয়ো-গণধর্ষণের অভিযোগ নিয়ে গত ২০ জুলাই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল সুপ্রিম কোর্ট। মণিপুরে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ১১টি মামলার তদন্ত করছে সিবিআই। তদন্তের জন্য চলতি মাসেই ২৯ জন মহিলা আধিকারিক-সহ মোট ৫৩ জন অফিসারকে নিয়ে ‘দল’ গড়েছে সিবিআই। এছাড়াও গত ৮ অগস্ট মণিপুর হিংসার তদন্ত এবং হিংসার ফলে ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের উপর নজরদারির জন্য হাইকোর্টের তিন অবসরপ্রাপ্ত মহিলা বিচারপতিকে নিয়ে একটি কমিটি গড়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ।