প্রতিবেদন : ইডির (ED) বিরুদ্ধে বেআইনি কার্যকলাপের গুরুতর অভিযোগ এনে লালবাজারে অভিযোগ করল লিপস অ্যান্ড বাউন্ডস (Leaps and Bounds)। তাদের অফিসে তল্লাশির সময়ে ইডি অফিসাররা ১৬টি এক্সেল ফাইল ডাউনলোড করেছেন, যার সঙ্গে সংস্থার কোনও সম্পর্ক নেই। বিষয়টি ধরা পড়েছে পরে। লিপস অ্যান্ড বাউন্ডসের কর্মী সহকারী হিসাবরক্ষক চন্দন বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন সাইবার থানায়। মিথিলেশ কুমার-সহ ইডি অফিসারদের নাম ও তল্লাশির দিনক্ষণ উল্লেখ করে ইডির এই বেআইনি কার্যকলাপের জন্য তদন্ত চেয়ে অভিযোগ করেছেন। মোদ্দা কথা, ইডির বিরুদ্ধে তথ্য হেরফেরের অভিযোগ এনেছে লিপস অ্যান্ড বাউন্ডস। এই ঘটনায় তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে। গত সোম ও মঙ্গলবার লিপস অ্যান্ড বাউন্ডসের (Leaps and Bounds) অফিসে টানা ১৮ ঘণ্টা তল্লাশি চালিয়েছে ইডি। পরে তারা জানায়, ওই তল্লাশিতে মিলেছে ১ হাজার পাতার নথি, লেজার বুক, ডিজিটাল নথি ও হার্ড ডিস্ক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ওই তল্লাশির সময়ই সংস্থার একটি কম্পিউটার থেকে ১৬টি মাইক্রোসফট এক্সেল ডাউনলোড করেছে। অর্থাৎ বেআইনিভাবে কম্পিউটার থেকে তথ্যের হেরফের করা হয়েছে। বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত ইডির তরফে কিছু বলা হয়নি। শুক্রবারই বিষয়টি জানাজানি হয়। এরপরই শুক্রবার ইডির বিরুদ্ধে লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’।
আরও পড়ুন- চন্দ্রযান নিয়ে বিরাট কথা! কুস্তির লজ্জা আপনার অপদার্থতা