প্রতিবেদন : ব্রিজ দুর্ঘটনায় মালদহের (Maldah) মৃত শ্রমিক পরিবারদের নিয়মমতো ক্ষতিপূরণ দিতে বাধ্য রেল। সেই ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। কিন্তু দিলেন কে? মহামহিম রাজ্যপাল (Governor CV Ananda Bose)। কেন? কোন অধিকারে তিনি রেলের ক্ষতিপূরণের চেক বিলি করেন? কোন প্রোটোকলের মধ্যে পড়ে এই চেক বিলি? সংবিধানের কোন ধারায় বলা আছে রেলের ক্ষতিপূরণের চেক রাজ্যপাল দেবেন? আসলে বিজেপির স্বৈরতন্ত্রের এ এক অন্যরূপ। প্রশাসন আর দল গুলিয়ে গিয়েছে। বিজেপির অ্যাসাইনমেন্ট পালন করতে গিয়ে এক-এক সময় রাজ্যপালও গুলিয়ে ফেলছেন তিনি বিজেপির কার্যকর্তা নাকি বাংলার রাজ্যপাল! রাজ্য সরকার মালদহের মৃত শ্রমিক পরিবারের পাশে প্রথম থেকেই আছে। শুক্রবার রাতে মিজোরাম (Mizoram Bridge Collapse) থেকে ১৮টি দেহ ফিরল মালদহ মেডিক্যাল কলেজে। প্রতিটি পরিবারের সঙ্গেই ছিলেন এলাকার তৃণমূল নেতৃত্ব, সঙ্গে প্রশাসনের কর্তারা। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহতদের পরিবারকে প্রাথমিকভাবে ২ লক্ষ টাকা করে দিয়েছেন। রেলের কাছে পরিবারপিছু একজনের চাকরিও দাবি করা হয়েছে। এই পরিস্থিতিতে মিডিয়ার ক্যামেরা সঙ্গে নিয়ে রেলের চেক বিলি করতে গিয়ে মহামহিম আবারও বুঝিয়ে দিলেন তিনি তাঁর বিজেপির বসের নির্দেশেই চলছেন। আর রাজ্য সরকার যাতে অস্বস্তিতে পড়ে তার জন্য যা-যা করা দরকার তাই করছেন। তবে বাংলার মানুষ জানেন বিজেপি বাংলাকে চায়, বাঙালিকে নয়। রাজ্যপালও এই ফর্মুলার বাইরে নয়।
আরও পড়ুন- যাদবপুর-কাণ্ড : র্যাগিংয়েই মৃত্যু, বিজেপির সৌজন্যে ফিরল দিল্লির কুখ্যাত স্লোগান