যোগীরাজ্যের এক ভয়ঙ্কর ঘটনা ফের প্রকাশ্যে। ভাইরাল হয়ে গেল স্কুলে এক শিশুকে মারধরের ভিডিও। উত্তরপ্রদেশের মুজাফফরনগর (Uttar Pradesh Muzaffarnagar) জেলার একটি স্কুলের এক ভিডিওতে দেখা যাচ্ছে, একটি প্রাইভেট স্কুলের শিক্ষকা এক মুসলিম (Muslim) শিশুকে ক্লাসের অন্য শিশুদের চড় মারতে বলছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, তার কথা মত ছাত্ররা ওই শিশুকে থাপ্পড় মারছে। জানা গিয়েছে, সেই ছাত্রটি মুসলিম। মুজাফফরনগর পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন-সতর্ক কবে রেল হবে? তামিলনাড়ুতে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রশ্ন বাংলার মুখ্যমন্ত্রীর
এই ভিডিওটি প্রকাশ্যে আসার পর জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগোও বিষয়টিকে খতিয়ে দেখছেন। উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, ক্লাসের অন্য শিশুরা এক সহপাঠী শিশুকে চড় মারছেন। পালা করেই দাঁড়িয়ে থাকা শিশুকে চড় মারছে সবাই। এখানেই ক্ষান্ত নন শিক্ষিকা, বাকি শিশুদেরও জিজ্ঞাসা করছেন কেন তারা ওই শিশুকে চড় মারছে না। অসহায় শিশুটি মুসলিম সম্প্রদায়ের বলে জানা গিয়েছে।
আরও পড়ুন-মুক্তি পেয়ে গুজরাতে ওকালতি, পেশায় বিলকিসের ধর্ষক!
বিষয়টি নিয়ে বিজেপিকে কটাক্ষ করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস লিখেছে, ‘মুজাফফরনগরের খব্বাপুরের নেহা পাবলিক স্কুল থেকে একটি দুঃখজনক ভিডিও প্রকাশিত হয়েছে। দেখা যাচ্ছে, একজন শিক্ষক ছাত্রের ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে এক নিরীহ ছাত্রকে বাকিদের দিয়ে চড় মারাচ্ছেন। শিক্ষাপ্রতিষ্ঠানে কুসংস্কারের এই বীভৎস ঘটনা যে ঘৃণ্য গোঁড়ামি প্রবেশ করাচ্ছে, সেই বিষয় স্পষ্ট। বিজেপি এই বিভাজনের রাজনীতিতে ভারতকে জ্বালিয়ে দিচ্ছে।’
A distressing video has emerged from Neha Public School in Khubbapur, Muzaffarnagar in which a teacher is unabashedly encouraging innocent students to target a fellow classmate based on his religious identity.
This grotesque display of prejudice sheds light on the despicable…
— All India Trinamool Congress (@AITCofficial) August 26, 2023