প্রতিবেদন : কলকাতা লিগে (Kolkata league) জয়ের ছন্দ ধরে রাখতে চায় মহামেডান। শনিবার ঘরের মাঠে নতুন লড়াইয়ে নামছে সাদা-কালো ব্রিগেড। প্রতিপক্ষ কালীঘাট মিলন সঙ্ঘ। আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়ের ক্লাবও সুপার সিক্সে ওঠার লড়াইয়ে রয়েছে। ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কালীঘাট। মহামেডান রয়েছে দ্বিতীয় স্থানে। ৮ ম্যাচে ২১ পয়েন্ট তাদের। এই গ্রুপে চাপে থাকা মোহনবাগান ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে রয়েছে চতুর্থ স্থানে। ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে ডায়মন্ড হারবার এফসি। তবে হাতে চার ম্যাচ থাকায় সুপার সিক্সে সব থেকে বেশি পয়েন্ট নিয়ে উঠতে পারে মহামেডান। কারণ, গ্রুপ পর্বের পয়েন্ট নিয়ে সুপার সিক্সে যাবে দলগুলি।
আরও পড়ুন-যোগীরাজ্যে মুসলিম শিশুকে শিক্ষাপ্রতিষ্ঠানে অপমান, ভাইরাল ভিডিও, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস
শনিবার ময়দানে নিজেদের মাঠেই কালীঘাট এমএসের বিরুদ্ধে খেলবে মহামেডান। হেড কোচ মেহরাজউদ্দিন ওয়াডুর ছাঁটাইয়ের প্রভাব দলের পারফরম্যান্সে পড়েনি। কোচ ছাঁটাইয়ের পরদিনই টালিগঞ্জ অগ্রগামীকে বড় ব্যবধানে হারিয়েছে মহামেডান। তাও আগের ম্যাচে কার্ড সমস্যার কারণে ফর্মে থাকা দলের সেরা স্ট্রাইকার ডেভিড লালহানসাঙ্গা খেলতে পারেননি। তাতেও জিততে সমস্যা হয়নি। দুই বাঙালি ফুটবলার অভিজিৎ সরকার ও অভিষেক হালদার গোল করে দলকে জেতান। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলা অভিজিৎ জোড়া গোল করে করেন। শনিবারও বিদেশিহীন লিগে ডেভিডের পাশে মহামেডানের ভরসা অভিজিত। কার্ড সমস্যা কাটিয়ে কালীঘাট ম্যাচে ফিরছেন ডেভিড।