প্রতিবেদন : ওয়ান ডে বিশ্বকাপের আগে হাতে দু’মাসেরও কম সময়। তার আগে এশিয়া কাপ জয়ের লক্ষ্যে তৈরি হচ্ছে ভারত। বেঙ্গালুরুর আলুরে প্রস্তুতি শিবিরে ব্যস্ত রোহিত শর্মা, বিরাট কোহলিরা। তার মধ্যেই বিশ্বকাপের জন্য নিজের পছন্দের ১৫ সদস্যের দল বেছে নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। প্রাক্তন ভারত অধিনায়কের দলেও নেই যুজবেন্দ্র চাহাল (yuzvendra chahal)। তিলক ভার্মাকেও দলে রাখেননি। তবে কেএল রাহুল, শ্রেয়স আইয়ারের ফিটনেস নিয়ে সংশয় থাকলেও দুই তারকাকে বিশ্বকাপের দলে রেখেছেন সৌরভ।
সৌরভের দলে টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে প্রথম তিনে রয়েছেন রোহিত, শুভমান গিল এবং ঈশান কিশান। মিডল অর্ডারে বিরাট কোহলির সঙ্গে রাহুল, শ্রেয়স, সূর্যকুমার যাদবের উপর ভরসা রেখেছেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট। দলে চার পেসার মহম্মদ শামি, মহম্মদ সিরাজ যশপ্রীত বুমরা, শার্দূল ঠাকুর। অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা।
আরও পড়ুন- ৫ মাসে ২৫৩৬ পরিবারকে কৃষকবন্ধু প্রকল্পে আর্থিক সাহায্য রাজ্যের
সৌরভের দলে জাদেজাকে নিয়ে তিন স্পিনার। বাকি দুই স্পিনার কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল। জায়গা পাননি চাহাল। নিজের পছন্দের বিশ্বকাপ দল নিয়ে সৌরভ বলেছেন, যদি মিডল অর্ডারে কেউ চোট পায় বা ফর্মে না থাকে, তাহলে তিলক সুযোগ পাবে। পেসারদের মধ্যে কেউ চোটের কবলে পড়লে প্রসিধ কৃষ্ণকে সুযোগ দেওয়া যেতে পারে। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রণে দল গড়া হয়েছে। কয়েকজন ভয়ডরহীন ক্রিকেটার রয়েছে, যারা নিজেদের দমে পার্থক্য গড়ে দিতে পারে।
সৌরভের দল : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, ঈশান কিশান (উইকেটকিপার), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, শার্দূল ঠাকুর।