বুদাপেস্ট, ২৬ অগাস্ট : বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন ফাইনালে রবিবার ভারত-পাক (India Pakistan) দ্বৈরথ। যোগ্যতা অর্জন পর্বে ৮৮.৭৭ মিটার থ্রো করে ফাইনালে উঠেছেন টোকিও অলিম্পিকে সোনাজয়ী ভারতীয় তারকা নীরজ চোপড়া। দ্বিতীয় সেরা থ্রো (৮৬.৭৯ মিটার) করে বিশ্ব মিটের ফাইনালে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের তারকা জ্যাভলিন থ্রোয়ার আর্শাদ নাদিম। ফাইনালের আগে নীরজকে শুভেচ্ছা জানিয়েও বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার বার্তা দিয়েছেন পাক তারকা। । বিশ্বে তোমার নাম আছে, আশা করি আমারও নাম হবে বিশ্বে।নাদিম বলেছেন, নীরজ ভাইকে শুভেচ্ছা। নীরজ ভাই তুমিও ফাইনালে ভাল ফল করো। আমিও ভাল করি
আরও পড়ুন-কাবাব-বিপ্লব
গত এক বছর হাঁটুর চোট ভুগিয়েছে নাদিমকে। চোট সারিয়ে ফিরেই বিশ্ব মিটে নেমে ৮৬.৭৯ মিটার জ্যাভলিন ছুঁড়ে ফাইনালে জায়গা করে নিয়েছেন পাক তারকা। গত অলিম্পিকের আগে থেকেই নীরজের সঙ্গে খুব ভাল বন্ধুত্ব নাদিমের। ইন্সটাগ্রামে একটি ছবি শেয়ার করে পাক তারকা আশা প্রকাশ করেছেন, নীরজের সঙ্গে লড়াই হবে ফাইনালে। কিন্তু ফাইনালের পর আমরা ফের বন্ধু। ওর সঙ্গে আমার দারুণ বোঝাপড়া।
আরও পড়ুন-কালজয়ী সাহিত্যিক বিমল কর
ফাইনালে নীরজ ছাড়াও আরও দুই ভারতীয় পদকের লক্ষ্যে নামবেন। তাঁরা হলেন ডিপি মনু এবং কিশোর জেনা। ১২ জন ফাইনালিস্টের মধ্যে নাদিম ছাড়াও নীরজের কঠিন চ্যালেঞ্জার হতে পারেন চেক রিপাবলিকের জাকুব ভাদলেচ এবং জার্মানির জুলিয়ান ওয়েবারও।