ভারতের সঙ্গে সুসম্পর্ক বাড়াতে এবার বড় উদ্যোগ। অস্ট্রেলিয়া (Australia) যাওয়ার আমন্ত্রণ পেলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কয়েকদিন আগেই বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলা তথা সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূলের মতাদর্শ ও অবস্থান সম্পর্কে আলোচনা করতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ক্যামাক স্ট্রিটের অফিসে দীর্ঘক্ষণ বৈঠক করেন ভারতে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার ব্যারি ও’ফারেল। তারপরেই বাংলার যুবরাজের মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে তাঁকে আমন্ত্রণ জানানো হল। মূলত অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের সুসম্পর্ক বাড়াতেই ভারতের বিশিষ্ট রাজনীতিবিদদের মধ্যে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদককেও আমন্ত্রণ পত্র পাঠানো হল।
আরও পড়ুন-মহড়ার মাঝেই ভেঙে পড়ল মার্কিন সেনার চপার, মৃত ৩
আমন্ত্রণপত্রে আরও জানানো হয়েছে, বিজনেস ক্লাসে যাওয়া, হোটেলে থাকা এবং সমস্তরকম খাওয়াদাওয়ার দায়িত্ব বহন করবে অস্ট্রেলিয়া সরকারই। তবে কর্মসূচি অনুযায়ী অভিষেক কবে অস্ট্রেলিয়া সফরে যাবেন তা এখনও স্পষ্ট নয়। তবে অস্ট্রেলিয়া সরকারের তরফে অনুরোধ জানানো হয়েছে, চলতি বছরে তাঁর রাজনৈতিক কাজের মাঝে উপযুক্ত সময় বুঝে তিনি যেন একবার অস্ট্রেলিয়া সফরে যান। আর সেজন্য একটি তারিখও নির্ধারণ করার অনুরোধ জানানো হয়েছে বাংলার যুবরাজকে।
আরও পড়ুন-মুম্বইয়ের হোটেলে আগুন, মৃত ৩, আহত ৫
এদিকে চলতি মাসেই বাংলার পরিষদীয় রাজনীতি সম্পর্কে খুঁটিনাটি জানতে বিধানসভার অধিবেশন কক্ষে উপস্থিত হয়েছিলেন অস্ট্রেলিয়া সরকারের একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল। বৈঠকের পরে মমতাকে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার জন্য অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানান তাঁরা। যার নেতৃত্বে ছিলেন কলকাতায় নিযুক্ত অস্ট্রেলিয়ার কনসাল জেনারেল রোয়ান এইনসওয়ার্থ।