প্রতিবেদন : মেট্রোয় আত্মহত্যা রুখতে অভিনব কৌশল। অত্যাধুনিক প্রযুক্তি প্রয়োগ করে আত্মহত্যার প্রবণতায় ইতি টানতে চাইছে কর্তৃপক্ষ। লাগানো হচ্ছে অটোমেটিক প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর। ইস্ট-ওয়েস্ট মেট্রোতেই প্রাথমিকভাবে এই প্রযুক্তি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো। তবে কবি সুভাষ থেকে কলকাতা বিমানবন্দর করিডরেও বসানো হবে পিএসডি বা প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর। কী বৈশিষ্ট্য এই প্রযুক্তির? মেট্রো লাইন আর প্ল্যাটফর্মের মাঝে থাকবে এই স্বয়ংক্রিয় প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর। লাইন থেকে প্ল্যাটফর্মকে আলাদা করবে এই ডিভাইস।
আরও পড়ুন-লক্ষ্য শিল্পায়ন, নয়া বন্দর লালগোলায়
মেট্রো স্টেশনে এসে প্ল্যাটফর্মে দাঁড়ানোর পর গেট খুললে খুলে যাবে প্ল্যাটফর্মের স্ক্রিন ডোরও। ওঠা-নামা করবেন যাত্রীরা। কিন্তু মেট্রো স্টেশনে ঢোকার মুখে কেউ সামনে ঝাঁপ মারতে চাইলে বাধা হয়ে দাঁড়াবে স্ক্রিন ডোর। লক্ষণীয়, মেট্রোয় আত্মহত্যার প্রবণতা ক্রমশই বাড়ছে। বাড়ছে মৃত্যুও। মৃত্যুর মুখ থেকে ফিরেও আসছেন কেউ কেউ। এই প্রবণতা বন্ধ করার অনেক চেষ্টা করা হলেও কিছুতেই সুফল পাওয়া যাচ্ছে না। সেই কারণেই এই অত্যাধুনিক প্রযুক্তির আমদানি। অদূর ভবিষ্যতে কবি সুভাষ-দক্ষিণেশ্বর করিডরে এই প্রযুক্তি কাজে লাগানো হবে বলে জানা গিয়েছে মেট্রো সূত্রে।