ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

ভারত সেবাশ্রম সঙ্ঘ সূত্রে খবর, গত দু'বছর ধরে শরীর ভাল যাচ্ছিল না তাঁর। অনিদ্রাজনিত বেশ কিছু সমস্যায় ভুগছিলেন তিনি।

Must read

ঘরের সামনে থেকে উদ্ধার সন্ন্যাসীর ঝুলন্ত দেহ। আকস্মিক এই ঘটনার পর থেকে ভারত সেবাশ্রম সঙ্ঘের বালিগঞ্জের (Bharat Sevasram Ballygunj) সদর কার্যালয় থমথমে হয়ে রয়েছে। সন্ন্যাসীরা ভোর ৪টের সময় মঙ্গল আরতির জন্য মূল মন্দিরে যান। ফিরে এসে এক প্রবীণ আবাসিককে নিজের ঘরের সামনে গ্রিল থেকে ঝুলন্ত অবস্থায় দেখেন সেই সন্ন্যাসীরা। স্বামী শুভরূপা নন্দ ওরফে প্রদ্যোৎ মহারাজ আদতেছিলেন বাঁকুড়ার বাসিন্দা। তিনি কমপক্ষে ৫০ বছর ধরে ভারত সেবাশ্রম সঙ্ঘের সঙ্গে একনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭০। আপাতত মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। আত্মহত্যা না অন্য কোন কারণ আছে মৃত্যুর নেপথ্যে সেই বিষয় খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন-দত্তপুকুরে বিস্ফোরণের দিন ডিজি-নগরপালকে নিয়ে কালীঘাটে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

স্বামী শুভরূপানন্দ বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্ঘের সদর কার্যালয়ে, চারতলায় থাকতেন। ভারত সেবাশ্রম সঙ্ঘ সূত্রে খবর, গত দু’বছর ধরে শরীর ভাল যাচ্ছিল না তাঁর। অনিদ্রাজনিত বেশ কিছু সমস্যায় ভুগছিলেন তিনি। ডিপ্রেসন থেকেই আত্মঘাতী হয়েছেন তিনি, এমনটাই মনে করছেন সেবাশ্রম কর্তৃপক্ষ।

আরও পড়ুন-নীরজের ঝুলিতে সোনা, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ এই বিষয়ে জানিয়েছেন, ‘অনেকদিন ধরে অবসাদে ভুগছিলেন। ঘুম আসত না, রাতে হাঁটতেন। চিকিৎসা চলছিল। আজ এরকম হয়েছে। মনে হচ্ছে আত্মহত্যা।’

Latest article