প্রতিবেদন: চন্দ্রযান নিয়ে দেশজুড়ে হইচই চলছে। বিরোধীদের অভিযোগ, মহাকাশ গবেষণায় বরাদ্দ কমানো হচ্ছে মোদি জমানায়। সেই সুরই শোনা গেল ইসরো প্রধানের গলায়। তাঁর দাবি, এই খাতে আরও বরাদ্দ প্রয়োজন। কেরলের এক মন্দিরে পুজো দেওয়ার পর ইসরো প্রধান এস সোমনাথ (S Somnath) সাংবাদিকদের জানান, আমরা চাঁদ, মঙ্গল বা শুক্রেও যেতে সক্ষম কিন্তু এর জন্য আমাদের আত্মবিশ্বাস বাড়াতে হবে। তাছাড়া আরও বিনিয়োগ করতে হবে, তিনি আরও বলেন, আমাদের মহাকাশ খাতকে দেশের সামগ্রিক অগ্রগতিতে অবদান রেখে আরও প্রসারিত করা উচিত। ইসরো প্রধান এস সোমনাথ বলেছেন যে এখন আদিত্য এল ওয়ান মিশন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে চালু হবে। এর প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিগগিরই তারিখ ঘোষণা করা হবে। তাঁর সংযোজন, ইসরোর পরবর্তী লক্ষ্য এটি চালু করা। এস সোমনাথ (S Somnath) বলেন, ভারত আরও মহাকাশ অভিযান চালাতে সক্ষম। মহাকাশ খাতের সম্প্রসারণের মাধ্যমে দেশের সামগ্রিক অগ্রগতির অংশ হওয়া ইসরোর লক্ষ্য। চন্দ্রযান ৩ মিশনের সাফল্যের পর, এস সোমনাথ শনিবার সন্ধ্যায় প্রথমবারের মতো কেরালার রাজধানী তিরুবনন্তপুরমে পৌঁছন।
আরও পড়ুন- চন্দ্রযান-৩ অভিযানের সাফল্যের মাঝেই ফিরে দেখা বিক্রম সারাভাইয়ের রহস্যমৃত্যু