প্রতিবেদন : আজ রাখিপূর্ণিমা। শুধু ভাই-বোনের বন্ধনই নয়, বন্ধুত্বের বন্ধনও দৃঢ় করতে বিশেষ তাৎপর্যপূর্ণ ভূমিকা নেয় এই রাখিবন্ধন। পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ এবং ক্রীড়া দফতেরর উদ্যোগে বুধবার বিশেষ রাখিবন্ধন উৎসব পালিত হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। পৌরোহিত্য করবেন রাজ্যের বিদ্যুৎ, আবাসন, যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সহসভাপতি হিসাবে উপস্থিত থাকবেন যুবকল্যাণ ও ক্রীড়া দফতরের রাষ্ট্রমন্ত্রী মনোজ তিওয়ারি।
আরও পড়ুন-ব্যাপক উদ্দীপনা তৃণমূল কর্মী-সমর্থকদের, চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি, ধূপগুড়িতে প্রচারে আসছেন অভিষেক
আজ বুধবারই রাজ্যজুড়ে রাখিবন্ধন উৎসব পালন করবে তৃণমূল মহিলা কংগ্রেস। সম্প্রীতির রাখি, অবিচ্ছিন্ন বন্ধন- এই স্লোগানকে সামনে রেখে বোনেরাও রাখি বাঁধবেন বোনেদের হাতে। তৃণমূল মহিলা কংগ্রেসের রাজ্য সভানেত্রী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন, প্রতিটি ব্লকের অন্তত ২০টি বাড়িতে রাখি বাঁধতে যাবেন সংগঠনের সদস্যরা। কলকাতার ১৪৪টি ওয়ার্ডে প্রতিটিতেই একইভাবে ২০টি করে বাড়িতে সংগঠনের মহিলারা পৌঁছে যাবেন রাখি হাতে। পঞ্চায়েত ও পুর এলাকা মিলিয়ে সারা রাজ্যের মোট ১৫ থেকে ২০ হাজার বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময় করবে তৃণমূল মহিলা কংগ্রেস।
আরও পড়ুন-দত্তপুকুর-কাণ্ড হাইকোর্টে আবার জোর ধাক্কা খেল বাংলার গদ্দার
চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, কবিগুরু যেভাবে সর্বাত্মক রাখিবন্ধনের ডাক দিয়েছিলেন, ঠিক সেই আদর্শকে সামনে রেখেই বুধবার পালন করা হবে রাখিবন্ধন উৎসব। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের উদ্যোগে আয়োজন করা হয়েছে রাখিবন্ধন উৎসবের কেন্দ্রীয় অনুষ্ঠানের। রাজ্যজুড়ে এই উৎসবে অংশ নেবে ৩৪৫টি ব্লক, ১১৯টি পুরসভা এবং কলকাতা সহ ৬টি কর্পোরেশন। এছাড়া ২৩টি জেলা সদর এবং ৬৩৮টি ইউনিটে সংস্কৃতি দিবসের অঙ্গ হিসাবে পালিত হবে রাখিবন্ধন উৎসব।