প্রতিবেদন : শুরু থেকেই রাজনৈতিক বৈষম্যের নীতি নিয়ে বঞ্চনা হয়েছে টিকা বণ্টনের ক্ষেত্রে। তা সত্ত্বেও করোনা টিকাকরণের নিরিখে দেশের মধ্যে তৃতীয় স্থানে বাংলা। কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও সফল রাজ্য। ভারতের টিকাকরণের সংখ্যার নিরিখে দেশের প্রথম তিনটি স্থানে থাকা রাজ্যগুলি হল : উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গ।
আরও পড়ুন-‘উন্নয়নই জেতাবে ব্রজকিশোরকে’
এর মধ্যে উত্তরপ্রদেশকে সাফল্য পাইয়ে দিতে অন্য রাজ্যের কোটা থেকে টিকা কমিয়ে যে যোগীরাজ্যে পাঠানো হয়েছে তা নিয়ে বারবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস-সহ অন্যান্য রাজ্যের অবিজেপি সরকারগুলি। করোনা অতিমারি পর্বে প্রশাসনিক ব্যর্থতা ঢাকতেই কেন্দ্রের বিশেষ দাক্ষিণ্য ভোগ করেছে যোগীরাজ্য। তারপরেও অবিজেপি রাজ্য মহারাষ্ট্র দু’নম্বরে এবং তৃণমূল শাসিত বাংলা তিনে। লক্ষণীয়ভাবে, মোদি-শাহর রাজ্য গুজরাত ও বিজেপি শাসিত মধ্যপ্রদেশ বাংলারও পরে। রাজনৈতিক বৈষম্য সত্ত্বেও অভূতপূর্ব সাফল্য দেখিয়ে নজর কেড়েছে বাংলা।