প্রতিবেদন : লিপস অ্যান্ড বাউন্ডসে রেইড করতে গিয়ে বেআইনিভাবে ইডি যে ১৬টি ফাইল ডাউনলোড করেছে তার জন্য মঙ্গলবার কলকাতা হাইকোর্টে তিরস্কারের মুখে পড়ল তারা। কেন সংশ্লিষ্ট অফিসারকে সরিয়ে দেওয়া হবে না সেই প্রশ্নও তুলেছেন বিচারপতি। একইসঙ্গে তাঁর পর্যবেক্ষণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলায় ইডির তরফে যে ধরনের ঢিলেঢালা মনোভাব লক্ষ্য করা যাচ্ছে তা একেবারেই কাম্য নয়। লিপস অ্যান্ড বাউন্ডসের তরফে ইডির বিরুদ্ধে বেআইনিভাবে ফাইল ডাউনলোড করার অভিযোগ আনার পর রাজ্য জুড়ে হইচই পড়ে যায়।
আরও পড়ুন-দিনের কবিতা
লালবাজার তদন্তে নেমে দুটি হার্ডডিস্ক বাজেয়াপ্ত করে। দেখা যায় সেখানে ১৬টি ফাইল ডাউনলোড করেছে ইডি। কিন্তু কেন? তার ব্যাখ্যা দিয়ে লালবাজারে চিঠি পাঠালেও সেই ব্যাখ্যায় সন্তুষ্ট নন পুলিশ কর্তারা। তাঁরা তদন্তের কাজ চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে আদালতের তোপের মুখে পড়ল ইডি। ফলে সব দিক থেকেই চূড়ান্ত অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হল ইডির জন্য। আসলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি বর্তমানে রাজনৈতিক নির্দেশ পালন করতে গিয়ে কোন পর্যায়ে নিজেদের নামিয়ে এনেছে তা নিয়ে চর্চা বহুদিনের। সম্প্রতি একের পর মামলায় আদালতের কাছে ভর্ৎসিত হতে হচ্ছে তাদের।