চিন (China) সদ্য নিজেদের নয়া মানচিত্র (Map) প্রকাশ করেছে। সেই মানচিত্রে চিন অরুণাচল প্রদেশ আর আকসাই চিনকে নিজের সীমানার মধ্যে রেখেছে । চিন যে মানচিত্র প্রকাশ করেছে, সেখানে ১৯৬২ সালে পিএলএ-র দখল করা আকসাই চিন ছাড়াও অরুণাচল প্রদেশ রয়েছে। সেই অঞ্চলকে চিন দক্ষিণ তিব্বত বলে দাবি করে।
আরও পড়ুন-আজ রাখি বন্ধন উৎসব, টুইটবার্তায় শুভেচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
অরুণাচল প্রদেশ ছাড়াও মানচিত্রে রয়েছে দক্ষিণ চিন সাগর। অন্যদিকে, ভারতে ৯ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত জি২০ সামিট আয়োজিত হতে চলেছে। প্রসঙ্গত, ব্রিকস সম্মেলনে চিন ও ভারতের রাষ্ট্রনেতাদের আলোচনা করতে দেখা যায়। যদিও দিল্লি ও বেজিংয়ের এই নিয়ে অন্য সুর শোনা যায়।
আরও পড়ুন-পরিবারের আপত্তি সত্ত্বেও যোগীরাজ্যে ছাত্রের শেষকৃত্য করল পুলিশ
এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেন নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদির এহেন আচরণে ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। টুইট করে লেখা হয়, ‘চীন তার ভূখণ্ডের অংশ হিসেবে অরুণাচল প্রদেশ এবং আকসাই চিন অঞ্চল প্রদর্শন করে তার সরকারী “মানচিত্র” প্রকাশ করেছে। জাতীয় নিরাপত্তার জন্য এই ঘটনা বড় ধরণের হুমকি। প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদি এই ইস্যুতে স্বভাবসিদ্ধভাবেই নিরবতা বজায় রেখেছেন।’
টুইটে আরও লেখা হয়, ‘মাননীয় প্রধানমন্ত্রী, মণিপুরের মতো এই বিষয়টিও কি আপনার নজর এড়াবে?’
China has released its official “standard map,” including the state of Arunachal Pradesh and the Aksai Chin region as part of its territory.
While such a national security threat looms over our nation, PM @narendramodi continues to maintain DEAFENING SILENCE on the issue.
Mr.…
— All India Trinamool Congress (@AITCofficial) August 30, 2023