প্রতিবেদন : প্রথম সেমিফাইনাল জিতে ডুরান্ড কাপের ফাইনালে উঠে গিয়েছে ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে এফসি গোয়াকে (Mohun Bagan vs FC Goa) হারালেই ১৯ বছর পর ডুরান্ড ফাইনালে ডার্বি। আগের ম্যাচে শেষ আটের লড়াইয়ে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে স্মরণীয় জয় পেলেও আত্মতুষ্টিতে ভুগতে নারাজ মোহনবাগান সুপার জায়ান্ট। বরং সেমিফাইনালে গোয়ার বিরুদ্ধে নামার আগে বাড়তি সতর্কতা সবুজ-মেরুন ড্রেসিংরুমে। বৃহস্পতিবার যুবভারতীতে ম্যাচ শুরু সন্ধ্যা ছ’টায়।
প্রায় পুরো দলই হাতে পাচ্ছেন মোহনবাগানের (Mohun Bagan vs FC Goa) স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো। অস্ট্রেলীয় ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিল চোট সারিয়ে বুধবার বিকেলে পুরোদমে অনুশীলন করেছেন। গোয়ার শেষ কয়েকটি ম্যাচের ভিডিও ক্লিপিংস কাটাছেঁড়া করে তাদের শক্তি ও দুর্বলতা বের করেছেন জুয়ান। সেগুলো মাথায় রেখেই গত দু’দিন জেসন কামিন্স, হুগো বুমোসদের নিয়ে প্রস্তুতি সেরেছেন মোহনবাগান কোচ। পাশাপাশি মুম্বই ম্যাচের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করেছে দল। মাত্র তিনদিনের ব্যবধানে দু’টি কঠিন ম্যাচ খেলতে হচ্ছে মেরিনার্সদের। সামনে এএফসি কাপের ম্যাচ। তাই চোট-আঘাত এড়াতে সতর্কতা হিসেবে দলে দু-একটি পরিবর্তন হতে পারে। রণনীতিতেও বদল হতে পারে।
আরও পড়ুন- বর্ষসেরা হালান্ড
মোহনবাগান কোচ অবশ্য গোয়া ম্যাচকে এএফসি কাপের প্রস্তুতি হিসেবেই দেখছেন। জুয়ান বলেছেন, মুম্বইয়ের মতো গোয়াও ভাল দল। ওদের নতুন কোচ। নোয়া, সন্দেশ, কার্ল ম্যাকহিউ, বরিস, উদান্তর মতো খেলোয়াড় আছে। ফলে ওদের গুরুত্ব দিতেই হবে। তবে আমরা এটাকে এএফসি কাপের প্রস্তুতি ম্যাচ হিসেবে দেখছি। বিভিন্ন কারণে প্রাক-মরশুম প্রস্তুতি ভাল হয়নি। মুম্বইকে হারালেও অনেক জায়গায় উন্নতি করতে হবে। চোট-আঘাত বাঁচিয়ে ফাইনালে উঠতে চাই। তাই দলে কিছু বদল হতে পারে।
মুম্বইকে হারিয়েছে বলে গোয়াকেও হারাবে দল, এমনটা ভাবতে রাজি নন জুয়ান। স্প্যানিশ কোচের পুরনো ক্লাব। গোয়ার ম্যাচগুলো দেখেছেন জুয়ান। সেই অনুযায়ী রণকৌশল তৈরি করছেন। অস্ট্রেলীয় বিশ্বকাপার কামিন্স আবার রাখঢাক না রেখে মোহনবাগানকেই এই মুহূর্তে ভারতের সেরা দল বলে দিলেন। তাঁর কথায়, আমরা এই মুহূর্তে ভারতের সেরা দল। যে কোনও দলকে হারানোর ক্ষমতা রাখি। এএফসি কাপ এবং আইএসএলের আগে একটা ট্রফি জিতলে মনোবল বাড়বে।