উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশের পর বন্যায় বিধ্বস্ত উত্তরপ্রদেশ (Uttar Pradesh floods)। উত্তরপ্রদেশের ২৩ জেলায় ভারী বর্ষণের জেরে বিপর্যস্ত। নাজেহাল অবস্থা প্রায় দুলক্ষ মানুষের। দুর্গতদের আশ্রয় শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ত্রাণ কমিশনার জিএস নবীন কুমার বলেন, বন্যার জেরে কত ফসল ক্ষতি হয়েছে, কত জমি জলের তলায়, তা নিয়ে সরকারকে জেলাশাসকরা রিপোর্ট দেবেন।
তথ্য অনুযায়ী, বন্যায় উত্তরপ্রদেশের (Uttar Pradesh floods) ২৩টি জেলার ৬০১টি গ্রামের অবস্থা দুর্বিসহ। বন্যার কবলে পড়েছেন প্রায় দুলক্ষের বেশি মানুষ। ইতিমধ্যে দুর্গতদের জন্য ১হাজার ১০১টি আশ্রয় শিবির তৈরি করা হয়েছে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, বন্যাবিধ্বস্ত গ্রামগুলিতে ২হাজার ১৩৫টি মেডিক্যাল টিম পাঠানো হয়েছে এবং ১হাজার ৫০৪টি ত্রাণ শিবির খোলা হয়েছে। জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১৪টি দল উদ্ধারের কাজ চালাচ্ছে। ২,৮৩৮টি নৌকায় চলছে উদ্ধারকাজ। রামগঙ্গা নদী শাহজাহানপুরে এবং বালিয়াতে ঘাঘরা নদী জল বইছে বিপদসীমার উপর দিয়ে।
আরও পড়ুন- আত্মত্যাগ মনে রাখার মতো: পুলিশ দিবসে উর্দিধারীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
অগাস্ট মাসের গোড়াতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, এ বছর বর্ষার মরশুমে বৃষ্টি-বজ্রপাত-ভূমিধসের কারণে মৃত্যু হয়েছে ২হাজার ৩৮ জনের। কেন্দ্রের তরফে আরও জানানো হয়েছে, সারা দেশে বন্যায় বিপর্যস্ত ৩৩৫টি জেলা। এর মধ্যে রয়েছে মধ্যপ্রদেশের ৪০টি জেলা, অসমের ৩০টি জেলা, উত্তরপ্রদেশের ২৭টি জেলা, হিমাচলের ১২টি জেলা এবং উত্তরাখণ্ডের ৭টি জেলা।