প্রতিবেদন : আবার দেশের শীর্ষে বাংলা। এবারে সংখ্যালঘু উন্নয়ন তহবিলের (Minority Development Funds) ব্যবহারের ক্ষেত্রে সেরার স্বীকৃতি পেল রাজ্য। কেন্দ্রের বিচারে ‘র্যাঙ্ক ওয়ান’ সম্মান পেল বাংলা। গত ৫ বছরে ‘ন্যাশনাল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন’-এর বিভিন্ন প্রকল্প সবচেয়ে সার্থকভাবে রূপায়ণ করেছে বাংলা। তার জেরেই কেন্দ্রীয় সরকারের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রক পুরস্কৃত করেছে ‘পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্তনিগম’-কে। কেন্দ্রের বিচারে ‘র্যাঙ্ক ওয়ান’ হয়েছে বাংলা। সম্প্রতি সংখ্যালঘু উন্নয়ন তহবিল নিয়ে রাজ্যগুলির সঙ্গে বৈঠক করে কেন্দ্র। সেখানেই বাংলার সাফল্যকে স্বীকৃতি দেওয়া হয়। দেওয়া হয় সার্টিফিকেট। উল্লেখ্য, গ্রামীণ এলাকায় যেসব পরিবারের বার্ষিক আয় ৯৮ হাজার টাকার মধ্যে এবং শহরে যাদের বার্ষিক আয় এক লাখ ২০ হাজার টাকার মধ্যে, সেই সব সংখ্যালঘু (minority development funds) পরিবারের বেকার ছেলে-মেয়েদের ব্যবসা করার জন্য মাথা পিছু ৫ লাখ টাকা ঋণ দেয় ‘ডব্লুবিএমডিএফসি’। বছরে তার জন্য নামমাত্র হারে সুদ দিতে হয়। ‘মাইনরিটি উইমেন এমপাওয়ারমেন্ট প্রোগ্রাম’-এ হস্তশিল্পের জন্য সংখ্যালঘু মহিলাদের ৪০ হাজার টাকা করে ৩ শতাংশ সুদে ঋণ দেওয়া হয়। এই ঋণের জেরে সংখ্যালঘু ছেলে-মেয়েদের আর্থ-সামাজিক উন্নয়ন কতটা ঘটেছে, সেটা খতিয়ে দেখতে সম্প্রতি সমীক্ষাও হয়েছে। ছ’টি জেলা মিলিয়ে অন্তত এক হাজার জনের সঙ্গে সরাসরি কথা বলেছেন সমীক্ষকরা। আরও একাধিক প্রকল্প হাতে নিয়েছে নবান্ন। সংখ্যালঘু ছাত্রদের দেওয়া হচ্ছে একাধিক বৃত্তি ও অর্থসাহায্য। ডব্লুবিএমডিএফসির ম্যানেজিং ডিরেক্টর মৃগাঙ্ক বিশ্বাস জানান, বিত্তনিগমের তরফে যে ঋণগুলি প্রদান করা হয় তার ভাল কাজের স্বরূপ এই পুরস্কার।
আরও পড়ুন-ধূপগুড়িতে প্রচারে অভিষেক