প্রতিবেদন : রাজ্য সরকার এখন থেকে কলকাতা পুরনিগম এলাকার সব সরকারি ও সরকারি পোষিত বিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে সম্পত্তিকর (Property tax from educational institutions) না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার বিধানসভায় এই সংক্রান্ত দি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন সংশোধনী বিলের উপরে আলোচনার জবাবি ভাষণে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, আইন অনুযায়ী এতদিন শিক্ষা প্রতিষ্ঠানের জমি ও ভবনের উপরে যে সম্পত্তিকর সংগ্রহের নিয়ম ছিল এই সংশোধনীর মাধ্যমে তা বাতিল করে দেওয়া হল। বর্তমানে পুরনিগমের আওতায় থাকা ৭৮টি কলেজ-সহ যে এক হাজার ৯৬৩টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এখন থেকে তাদের আর সম্পত্তিকর (Property tax from educational institutions) দিতে হবে না বলে তিনি জানান। এই প্রতিষ্ঠানগুলি থেকে বছরে কর বাবদ দশ কোটি টাকা আয় হওয়ার কথা থাকলেও গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে তা এখনও বকেয়া রয়েছে বলে তিনি জানিয়েছেন। বিলের উপরে আলোচনার শুরুতে বিজেপির অম্বিকা রায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালিত স্কুলগুলিকেও কর ছাড়ের আওতায় আনার কথা বলেন। পরে ধ্বনি ভোটে সংশোধনী বিলটি সভায় পাশ হয়ে যায়।
আরও পড়ুন-আজ সূর্য অভিযান সফল করতে দেবতার দ্বারস্থ ইসরোর বিজ্ঞানীরা