‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ (series)— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-নর্তকী চন্দ্রমুখী-র নাম ভূমিকায় এবার কঙ্গনা রানাউত
মা
চোখের মণিতে
জমেছে এক ঝাঁক কুয়াশা
অথচ পর্দা দিয়ে
পড়ছে না জল।
মনের মাঝারে
বিরহ কারার
সর্ব দেহে অশান্ত-অশান্তি
শূন্য অন্তর-বাহার।
অঙ্কনে নেই রং
চলছে না তুলি
রেখাগুলো মেঘে ঢাকা
কুয়াশাতে ভরা কালি।
সবই পড়ে আছে
নেই শুধু মা…!
আমি যে আমার
বড় যন্ত্রণা।