প্রতিবেদন : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও জয়েন্ট রেজিস্ট্রারকে হুমকি-চিঠি পাঠানোর ঘটনায় নাম উঠেছিল কোচবিহারের এক অধ্যাপকের। এবার সেই অধ্যাপক রানা রায়কে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে ভুবনেশ্বরের একটি হোটেল থেকে কলকাতা পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। যদিও যে মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে, তার সঙ্গে যাদবপুরের ঘটনার কোনও যোগ নেই বলেই জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন-মাতৃদর্শনে ভরসা রাখুন পুলিশের বিশেষ অ্যাপে
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে হুমকি-চিঠি দেওয়ার ঘটনায় শনিবারই রানা রায়ের বিরুদ্ধে মামলা রুজু করেছিল পুলিশ। যাদবপুর থানায় ভারতীয় দণ্ডবিধির ৫০৬, ৫০৯ এবং ৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছিল অভিযুক্তের বিরুদ্ধে। ঠিক তার দু’দিনের মাথাতেই গ্রেফতার করা হল তাঁকে। পুলিশ সূত্রে খবর, বেলগাছিয়ার এক মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় তাকে। গত ২ সেপ্টেম্বর দায়ের হওয়া ওই অভিযোগে অভিযোগকারিণী জানিয়েছেন, তিনি বেলগাছিয়ার বাসিন্দা। রানাও বেলগাছিয়ার ভেটারিনারি কলেজ এলআইজি হাউসিংয়ে থাকতেন। গত চার বছর ধরে তিনি নানা ভাবে উত্ত্যক্ত করছেন ওই মহিলাকে। মহিলার অভিযোগ, ২০১৯ সাল থেকে একাধিকবার কুপ্রস্তাব দিয়ে মহিলাকে চিঠি দিয়েছেন অভিযুক্ত। নিজেকে অধ্যাপক বলে দাবি করা রানা রায়ের আসল বাড়ি কোচবিহারে। যদিও বেশ কয়েক বছর ধরেই বেলগাছিয়ার ওই আবাসনে যাতায়াত ছিল তাঁর।