কবে থেকে শুরু হবে হাওড়া ময়দান মেট্রো (Howrah Maidan metro) পরিষেবা? কতক্ষণ অন্তর অন্তর চলবে ট্রেন? বুধবার এসব কিছুর উত্তর দিলেন কেএমআরসিএলের এমডি ভিকে শ্রীবাস্তব। চলতি বছরের ডিসেম্বর মাসেই শুরু হয়ে যাবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটের মেট্রো পরিষেবা।
ডিসেম্বর মাসেই শুরু হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটের (Howrah Maidan metro) মেট্রো পরিষেবা চালু হলে ১২ মিনিট অন্তর চলবে ট্রেন। উভয়দিক থেকে আপাতত ২টি রেক চলবে, বলে জানানো হয়েছে। তবে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা এখনই চালু হচ্ছে না। কেএমআরসিএলের এমডি জানিয়ে দিয়েছেন ,২০২৪ সালে জুন মাস থেকে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ মেট্রো চালু হয়ে যাবে।
আরও পড়ুন-পুজোর আগেই চাষিদের ক্ষতিপূরণের টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা রাজ্যের
বাংলার বাকি রুটের মেট্রো পরিষেবা নিয়ে কেএমআরসিএলের এমডি জানিয়েছেন, সেক্টর ফাইভ থেকে হলদিরাম ভায়া তেঘরিয়া মেট্রোর কাজ খুব শীঘ্রই শুরু করতে চায় রেল। এর জন্য রাজ্য সরকারের কাছে অর্থ চেয়েছে কেন্দ্র। এই প্রকল্পের ৫০ শতাংশ টাকা রাজ্যকে দিতে হবে। রাজ্যের তরফে প্রাথমিকভাবে জানানো হয়েছে, কোষাগারে টাকা না থাকার জন্য এই মুহূর্তে তারা টাকা দিতে অপারগ। কারণ কেন্দ্রের কাছে কোটি কোটি টাকা বকেয়া রয়েছে রাজ্যের। সেই টাকাই এখনও দিয়ে উঠতে পারেনি কেন্দ্রের মোদি সরকার। ৬.৫ কিমি মেট্রোরেল প্রকল্পের জন্য আনুমানিক খরচ ২৩৬৫ কোটি।