লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা শ্রমিক সুরক্ষা যোজনার

পূর্ব বর্ধমান

Must read

সংবাদদাতা, কাটোয়া : শ্রমিক সুরক্ষা যোজনা (shramik suraksha yojana) প্রকল্পে নাম লেখালেই মিলবে নানা সুবিধে। এটা জেনে পূর্ব বর্ধমান জেলা জুড়ে চলা দুয়ারে সরকারের ক্যাম্পগুলিতে উপচে পড়ছে শ্রমিক পরিবারের সদস্যদের ভিড়। এ পর্যন্ত ২০ হাজারের কাছাকাছি নাম নথিভুক্ত হয়েছে। নথিভুক্তির সংখ্যায় এবার ‘শ্রমিক সুরক্ষা যোজনা প্রকল্প’ (shramik suraksha yojana) পিছনে ফেলে দিল ‘লক্ষ্মীর ভাণ্ডার’কে। লক্ষ্মীর ভাণ্ডারে এ পর্যন্ত ১২ হাজারের কাছাকাছি আবেদন জমা পড়েছে। জেলায় দুয়ারে সরকার শিবিরগুলি কেমন চলছে তা সরেজমিনে দেখে গেলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের প্রধান সচিব রোশনি সেন। মহকুমা শাসক ও বিডিওকে নিয়ে কালনা-কাটোয়ার বেশ কয়েকটি শিবির পরিদর্শন করেন তিনি। কালনা ১ ব্লকের কাঁকুড়িয়া গ্রামে দেশবন্ধু ক্লাবের শিবিরে রোশনি দেবী মহকুমা শাসক সুরেশকুমার জগৎ ও বিডিও সেবন্তী বিশ্বাসকে নিয়ে শিবিরে আসা সাধারণ মানুষজনের সঙ্গে আলোচনা করেন। উল্লেখ্য, অন্যান্যবার দুয়ারে সরকার শিবিরে আবেদনের দিক থেকে সব প্রকল্পকে টেক্কা দেয় লক্ষ্মীর ভাণ্ডার। তবে এবারে যে ৩৫টি প্রকল্পের আবেদন জমা নেওয়া হচ্ছে, তার মধ্যে শ্রমিক সুরক্ষা যোজনা প্রকল্পে আবেদনের সংখ্যাই বেশি। এই প্রকল্পে নাম লেখালেদুর্ঘটনায় মৃত্যু হলে সরকারি ক্ষতিপূরণ মেলে, তেমনি ছেলেমেয়েদের লেখাপড়ার জন্যও সরকার থেকে মেলে অর্থসাহায্য।

আরও পড়ুন- আয় বাড়ানোই লক্ষ্য, কলকাতাতেই চা প্রক্রিয়াকরণ হাব তৈরির পরিকল্পনা

Latest article