ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে এক বলিউড অভিনেত্রী রূপলেখা মিত্রকে তলব করল ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, রাকেশ সিংয়ের পাশাপাশি ওই কোম্পানির ডিরেক্টর পদে ছিলেন রূপলেখাও। আর সেকারণেই তাঁকেও আগামী ১২ সেপ্টেম্বর তলব করা হয়েছে।
আরও পড়ুন-মন্দির অনুষ্ঠানে শিল্পীদের অশালীন আক্রমণ উপাচার্যর
তবে, ইডির সমন প্রসঙ্গে সংবাদমাধ্যমকে রূপলেখা জানিয়েছেন, বর্তমানে তিনি এবং রাকেশ অন্য একটি সংস্থার ডিরেক্টর। তাঁর সঙ্গে এই মুহূর্তে ওই সংস্থার কোনও যোগাযোগ নেই। তবে তিনি ইডিকে সবরকম সাহায্য করতে প্রস্তুত বলেই জানিয়েছেন অভিনেত্রী। সোমবার ইডির দফতরে গিয়ে ওই সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানান একাধিক অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মী। ওই অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মীদের দাবি, সমবায়ের মাধ্যমে ফ্ল্যাট পাওয়ার জন্য টাকা জমা দিলেও ফ্ল্যাট পাননি তাঁরা। ওই অভিযোগকারীরা গড়িয়াহাট থানা এবং সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে গিয়ে অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেন কলকাতা পুলিশ এবং ইডির গোয়েন্দারা।