দিল্লিতে অবস্থান বিক্ষোভ নিয়ে কোনমতেই পিছু হটতে রাজি নয় তৃণমূল কংগ্রেস (TMC)। ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে দিল্লিতে (Delhi) প্রতিবাদ জানানো হবে জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। আগামী ২ ও ৩ অক্টোবর দিল্লির রামলীলা ময়দানে (Ramleela Maidan) বিক্ষোভ দেখানোর কথা ছিল কিন্তু দিল্লি পুলিশের তরফে অনুমতি দেওয়া হয়নি। এই অবস্থায় আবার দিল্লি পুলিশের কাছে প্রতিবাদের অনুমতি চেয়ে চিঠি দিল তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন-যাদবপুরের হস্টেল পরিদর্শনে ইসরোর প্রতিনিধি দল
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন কেন্দ্রের তরফে বকেয়া ১০০ দিনের টাকা আদায় করতে দিল্লিতে গিয়ে বিক্ষোভ-অবস্থান করা হবে। সূত্রের খবর, কেন্দ্রের প্রায় ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। এই টাকা মেটানোর দাবিতেই ‘দিল্লি চলো’র ডাক দিয়েছেন অভিষেক এবং উপস্থিত থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-বিজেপি নেতাজির আদর্শের পরিপন্থী, দল ছাড়লেন চন্দ্রকুমার বসু
এই অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, পশ্চিমবঙ্গ থেকে ১০ লক্ষ কর্মী-সমর্থককে নিয়ে দিল্লিতে প্রতিবাদে সামিল হবে তৃণমূল কংগ্রেস। অবস্থান বিক্ষোভের জন্য দিল্লির রামলীলা ময়দান ঠিক করেছিল তৃণমূল নেতৃত্ব। মহাত্মা গান্ধীর জন্মদিনে দিল্লিতে অবস্থান বিক্ষোভ করার জন্য রামলীলা ময়দানের অনুমতি চেয়েছিল কিন্তু সেই আবেদন খারিজ করা হয় দিল্লি পুলিশের তরফে । এবার তৃণমূল কংগ্রেসের তরফে অবস্থান বিক্ষোভের অনুমতি চেয়ে নতুন করে দিল্লি পুলিশের কাছে চিঠি পাঠানো হয়েছে। দিল্লিতে যন্তর মন্তর, কৃষি ভবনের বাইরে এবং কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের বাসভবনের বাইরে বিক্ষোভ কর্মসূচির জন্য অনুমতি চাওয়া হয়েছে। আগামী ২ ও ৩ অক্টোবর বিক্ষোভ অবস্থান করা হবে বলেই স্থির করা হয়েছে।