অশান্তি অব্যাহত মণিপুরে (Manipur Violence)। ফের নতুন করে হিংসা ছড়াল উত্তর-পূর্বের বিজেপি শাসিত রাজ্যে। নতুন করে অশান্তির ঘটনায় জখম হয়েছেন কমপক্ষে ২৮ জন। একটি সংগঠনের ৩০ হাজার মানুষের জমায়েত করে কারফিউ ভেঙে চুরাচাঁদপুর ও বিষ্ণুপুর সীমান্ত (Manipur Violence) এলাকায় ঢোকার চেষ্টা করে। কুকি অধ্যুষিত এলাকায় মেইতেই বাড়িগুলি দখলের চেষ্টাই ছিল তাঁদের উদ্দেশ্য। তখনই নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। ঘটনাটি ঘটেছে জাতীয় সড়কের ২-এর ফৌগাকচাও ইখাইয়ের।
রাষ্ট্রসংঘের বিশেষজ্ঞ কমিটির রিপোর্টে উল্লেখ রয়েছে, মণিপুরে যৌন নির্যাতন-যৌন হিংসার ঘটনা ঘটেছে। নির্বিচারে হত্যাকাণ্ড ঘটেছে। বাড়িঘর ধ্বংস করা হয়েছে। যদিও রাষ্ট্রসংঘের বিশেষজ্ঞ কমিটির এই রিপোর্টকে খারিজ করেছে ভারত সরকার। ভারত সরকারের দাবি করেছে রাষ্ট্রসংঘের বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট ‘অযৌক্তিক, অনুমানমূলক ও বিভ্রান্তিমূলক।’
আরও পড়ুন-প্রতিবাদ কর্মসূচির অনুমতি চেয়ে নতুন করে দিল্লি পুলিশকে চিঠি তৃণমূল কংগ্রেসের