জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার দিল্লি পৌঁছবেন মার্কিন প্রেসিডেন্ট। এই সফরে বাইডেনের ব্যবহারের জন্য আস্ত একটি গাড়ি উড়িয়ে আনা হচ্ছে আমেরিকা থেকে। অত্যাধুনিক ও বিলাসবহুল গাড়িটির সরকারি নাম ‘দ্য বিস্ট’। সাধারণত মার্কিন প্রেসিডেন্ট যখন দেশের বাইরে যান তখন তাঁকে পাহারা দেওয়ার জন্য সঙ্গে যায় বিস্ট।
আরও পড়ুন-দেশের নাম বদলে খরচ কত? বিশেষজ্ঞদের অনুমান, ১৪ হাজার কোটির ধাক্কা
মার্কিন প্রেসিডেন্টের প্রাণরক্ষার জন্য এই গড়ির মধ্যে থাকে আগ্নেয়াস্ত্র-সহ কাঁদানে গ্যাস, প্রসিডেন্টের ব্লাডগ্রুপের সঙ্গে মিলিয়ে রক্তের বন্দোবস্ত আছে এই গাড়িতে। দ্য বিস্ট এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে নিরাপদ গাড়ি। আমেরিকার প্রেসিডেন্টে পদে যিনি বসেন তাঁর নিরাপত্তা দেওয়া এই গাড়ির কাজ। ভারতে বাইডেনের সফরে বোয়িং বিমানে আনা হচ্ছে এই গাড়িটিকেও।