সংবাদদাতা, রামপুরহাট : তারাপীঠে সর্বক্ষণের জন্য দমকলের একটি গাড়ি থাকবে। জেলাশাসক জায়গা চিহ্নিত করে দিলে তারাপীঠে গডে় তোলা হবে অত্যাধুনিক দমকল কেন্দ্রও। শনিবার তারাপীঠে পুজো দিতে এসে সাংবাদিকদের একথা জানান দমকলমন্ত্রী সুজিত বসু। দুপুরে মা তারার পুজো দেন মন্ত্রী।
আরও পড়ুন-নির্মাতা কেএমডিএ, পুজোর আগে ডাকা হবে দরপত্র, ৭০০ কোটি টাকায় শহরে নয়া উড়ালপুল
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘‘নলহাটি, মুরারই এবং লাভপুরে দমকল কেন্দ্র হবে। দুবরাজপুরে কাজ শুরু হয়েছে। তারাপীঠে জমি পাওয়া গেলে এখানেও স্থায়ী দমকল কেন্দ্র গড়া হবে। এই মুহূর্তে একটি গাড়ি সর্বক্ষণের জন্য রাখা থাকবে।’’ রামপুরহাটে নিয়মবহির্ভূতভাবে গজিয়ে ওঠা নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘বহুতল নির্মাণের ক্ষেত্রে নিয়ম মেনে করা উচিত। যদি কেউ নিয়ম না মানেন তাহলে দুর্ঘটনার দায় তাঁদের নিতে হবে।’’ ধূপগুড়ি বিধানসভায় তৃণমূলের জয় প্রসঙ্গে সুজিতবাবু বলেন, ‘‘মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন। কেউ বলতে পারবেন না ভোট দিতে পারেননি। বাংলায় মমতা বন্দ্যোপাধায়ের বিকল্প কেউ নেই। দেশেও তাই। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কাজ করেন। তাই তো আমরা ২১৩টি আসন পেয়েছিলাম। মানুষকে আমরা বিশ্বাস করি। মানুষই শেষ কথা বলেন। একুশের নির্বাচনে অনেক অপপ্রচার করেছিল বিজেপি। কিন্তু মানুষের বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আছে। এটাই সাফল্য। ধূপগুড়ি আমাদের ছিল না। এবার আগের ৪ হাজার ও অতিরিক্ত ৪ হাজারের বেশি ভোট মিলে মোট ৮ হাজার ভোটে আমরা এগিয়ে। এতেই পরিষ্কার, উন্নয়নই এই সাফল্য এনে দিয়েছে।’’
আরও পড়ুন-কোল ইন্ডিয়া বেসরকারীকরণের প্রতিবাদে সরব কয়লাখাদান শ্রমিকেরা
বিজেপি নেতা হিরণের অশালীন মন্তব্যের মার্জিত জবাব দমকলমন্ত্রীর। তিনি বলেন, যাঁর কথা বলছেন, তাঁর সাংসদ দেব, নুসরত জাহান থেকে সায়নী ঘোষের মতো সতীর্থদের অশালীন ভাষায় আক্রমণ করেন খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধায়কেও অশালীন ভাষায় আক্রমণ করেন তিনি। এই প্রসঙ্গে মার্জিত জবাব দমকলমন্ত্রীর, ওঁর রাজনৈতিক অভিজ্ঞতা কতটুকু! আমি ছয়বারের কাউন্সিলর, চারবারের বিধায়ক এবং দু’বারের মন্ত্রী।