প্রতিবেদন : ফের রাজ্যের মুকুটে নয়া পালক। বাংলার প্রকল্পকে বিশ্বমঞ্চে স্বীকৃতি দিতে বাধ্য হল কেন্দ্রীয় সরকার। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার পাওনা আটকে রাখলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের কাজকে স্বীকৃতি দিতেই হল, তাও জি-২০’র মতো বিশ্বমঞ্চে। শনিবার জি-২০ সামিটে বিশ্বের তাবড় রাষ্ট্রনেতার সামনে দেশের অর্থব্যবস্থার উন্নতির রুট ম্যাপ তুলে ধরে কেন্দ্রীয় সরকার। সেখানেই বিভিন্ন রাজ্যের ছয়টি প্রকল্প দেখানো হয় রাষ্ট্রনেতাদের সামনে। তার মধ্যেই জায়গা পেয়েছে রাজ্যের ই-আবগারি প্রকল্প। সেই প্রকল্পকেই কেন্দ্রীয় সরকার বিভিন্ন দেশের প্রতিনিধিদের সামনে তুলে ধরে।
আরও পড়ুন-অভিজ্ঞতা ও শিক্ষার আলোকে ধূপগুড়ি উপনির্বাচনে জোড়া ফুলের জয়
এর মাধ্যমে রাজ্যের অর্থনীতি কতটা লাভবান হয়েছে এবং আবগারি দফতরের কী কী সাফল্য গত এক দশকে হয়েছে, তাও তুলে ধরা হয়। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত আরও একটি প্রকল্প ই-আবগারি এবার প্রশংসিত হল বিশ্বমঞ্চে। ২০২১-এ বংলায় তৃণমূল কংগ্রেসের কাছে গোহারা হেরেছে বিজেপি। শুধু তাই নয়, তারপরের প্রতিটি নির্বাচনেই বিজেপি হেরেই চলেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় টানাটানি সত্ত্বেও বাংলার উন্নয়নে খামতি রাখেননি। দলমত নির্বিশেষে উন্নয়ন পৌঁছেছে ঘরে-ঘরে। তাই তাঁর প্রতিটি প্রকল্পে জুড়েছে নয়া পালক। এবারও নির্লজ্জের মতো বিজেপি সরকার টাকা না দিলেও সেই প্রকল্পকে স্বীকৃতি দিতে বাধ্য হল আবারও।