প্রতিবেদন : আলু উৎপাদনে রাজ্যকে স্বনির্ভর করতে দক্ষিণ আমেরিকার পেরুর একটি সংস্থার সঙ্গে রাজ্যের কৃষি দফতর চুক্তি স্বাক্ষর করেছে। জানা গিয়েছে, ওই সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে আলুবীজের বিকল্প হিসাবে অ্যাপিকাল রুটেড কাটিং (এআরসি) প্রযুক্তি ব্যবহার করা হবে। এক্ষেত্রে চিরাচরিত প্রথার আলু বীজ ব্যবহার না করে একটি নির্দিষ্ট তাপমাত্রায় উন্নত প্রযুক্তির সাহায্যে প্রথমে আলুর চারা তৈরি করা হয়। সেটাই পরবর্তীকালে অন্য স্থানে নিয়ে গিয়ে লাগানো হয়।
আরও পড়ুন-কোল ইন্ডিয়া বেসরকারীকরণের প্রতিবাদে সরব কয়লাখাদান শ্রমিকেরা
রাজ্যের কৃষিবিজ্ঞান কেন্দ্রগুলিতে পরীক্ষা চালিয়ে ঠিক হবে, কীভাবে এই প্রযুক্তি এখানে কাজে লাগানো যায়। এ বিষয়ে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য সরকার আগামী কয়েক বছরের মধ্যে আলু উৎপাদনে সম্পূর্ণ স্বনির্ভর হতে চায়। সেই লক্ষ্যেই নানা পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। প্রসঙ্গত, এক বছরে রাজ্যে প্রায় ছ’লক্ষ মেট্রিক টন আলু বীজের প্রয়োজন পড়ে। এর ৭৫ শতাংশই নিয়ে আসতে হয় পাঞ্জাব থেকে। নয়া প্রযুক্তি ব্যবহারের পর তার আর প্রয়োজন পড়বে না বলে মনে করা হচ্ছে।