প্রতিবেদন : চিনা আগ্রাসনের মোকাবিলায় নয়া কৌশল ভারতের। জি-২০ সম্মেলন শেষ হতেই বড় ঘোষণা করল কেন্দ্র। লাদাখের নিওমাতে বিশ্বের সর্বোচ্চ ফাইটার এয়ারফিল্ড তৈরি হচ্ছে। লাদাখে চিনের আগ্রাসন রুখতে এই পাল্টা পরিকাঠামো গড়ার কৌশল ভারতের। আগামী ১২ সেপ্টেম্বর জম্মুতে এই প্রকল্পের শিলান্যাস করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
আরও পড়ুন-৪০ তলা উঁচু নির্মীয়মান বহুতলে লিফ্ট ভেঙে দুর্ঘটনা, মৃত ৭
বেশ কিছুদিন ধরেই লাদাখে চিনা আগ্রাসন বাড়ছিল। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় টানাপোড়েনের আবহে চিনা ফৌজের তৎপরতা বাড়ছে। লাল ফৌজ দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞদের একাংশ। এবার নিয়ন্ত্রণরেখা বরাবর জরুরি ভিত্তিতে পরিকাঠামো ও উন্নয়নের কাজ শুরু করছে ভারত। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে দক্ষিণ লাদাখের নিওমাতে অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ড নির্মাণে সিদ্ধান্ত নেওয়া হয়। পূর্ব লাদাখের এলসি থেকে এর দূরত্ব মাত্র ৫০ কিলোমিটার। এই অবতরণ ক্ষেত্র থেকে C 130G হারকিউলিস পরিবহণ বিমান এবং ভারী হেলিকপ্টার চিনুক ওঠানামা করবে বলে বায়ুসেনা সূত্রে খবর।
আরও পড়ুন-মেঝেতে ছেলের পচাগলা দেহ, পাশের ঘরে অসুস্থ বৃদ্ধা মা
হেলিকপ্টারে করে মূলত সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সৈন্যদের নিয়ে যাওয়া হবে এবং যুদ্ধের রসদ পৌঁছে দেওয়া হবে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, শুধু নিওমা বিমানঘাঁটি নয়, পরবর্তীতে নিয়ন্ত্রণরেখা লাগোয়া মোট ৯০টি পরিকাঠামো প্রকল্পের শিলান্যাস করবেন প্রতিরক্ষামন্ত্রী। এজন্য সবমিলিয়ে কেন্দ্রের তরফে মোট বরাদ্দ প্রায় ৩,০০০ কোটি টাকা।