প্রতিবেদন : অবিশ্বাস্য! তিন দিনে ৩০০ কোটির ব্যবসা করে বলিউডে নতুন মাইলফলক গড়ল ‘জওয়ান’। সব নেতিবাচক বিতর্ক পিছনে ফেলে অপ্রতিরোধ্য শাহরুখ খান। নিজের কাজে প্রমাণ করেছেন, শিল্প দিয়েই প্রতিবাদ করেন শিল্পী। যেভাবে ভারতের জ্বলন্ত ইস্যুকে বড়পর্দায় এত সাবলীল ভাবে তুলে ধরেছেন, রাজনীতির রং না দেখে সেন্সরের রক্তচক্ষু থেকে সিনেমাকে পাশ করিয়েছেন— তাতে সমালোচকরাও বলছেন এটা করতে ‘ধক’ লাগে।
আরও পড়ুন-লাদাখে বিশ্বের সর্বোচ্চ ফাইটার এয়ারফিল্ড ভারতের
বিপুল প্রত্যাশা জাগিয়ে শুরু করে বক্স অফিসে কাঁপুনি ধরিয়েছেন বলিউড বাদশা। ভারতীয় বিনোদন জগতের সর্বকালের রেকর্ড গড়ে মাত্র তিনদিনে ৩০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে শাহরুখ খানের ‘জওয়ান’। সিনেমা মুক্তির আগে থেকেই উন্মাদনা বুঝিয়ে দিয়েছিল যে এই ছবি ইতিহাস তৈরি করবে। তাই হল। বুড়ো হাড়ের ভেল্কি দেখল ভারত সহ বিশ্ব। প্রথমদিন ভারতে এই ছবির মোট কালেকশন ছিল ৭৫ কোটি টাকা। ইতিহাস তৈরি করে বিশ্বজুড়ে এটাই প্রথম হিন্দি ছবি, যা ওপেনিং ডে-তে ১২৯ কোটি টাকার ব্যবসা করেছে।
আরও পড়ুন-৪০ তলা উঁচু নির্মীয়মান বহুতলে লিফ্ট ভেঙে দুর্ঘটনা, মৃত ৭
দ্বিতীয় দিনেই সারা বিশ্বে এই ছবি জায়গা করে নেয় ২০০ কোটির ক্লাবে। শনিবার তৃতীয় দিনে ৩০০ কোটির গন্ডি পেরিয়ে গিয়েছে অ্যাটলির ‘জওয়ান’। ট্রেড অ্যানালিস্ট রমেশ বালা জানাচ্ছেন, বিশ্বজুড়ে এযাবৎ জওয়ানের আয় হয়েছে প্রায় ৩৫০ কোটি। সারা ভারতে তামিল, তেলুগু ও হিন্দি ভাষায় এই ছবির কালেকশন ২০২.৭৩ কোটি টাকা। কার্যত জওয়ান জ্বরে ভুগছে বলিপাড়া থেকে বিনোদন জগত। ‘পাঠান’ রেকর্ড গড়েছিল, ‘জওয়ান’ সেই রেকর্ড ভেঙে অন্য ইতিহাস তৈরি করল। শাহরুখ-ম্যাজিকে এই দুরন্ত যাত্রা কোথায় গিয়ে শেষ হয় এখন সেটাই দেখার অপেক্ষা।