গোপনে পর্নোগ্রাফি বা অশ্লীল ভিডিও দেখা একেবারেই অপরাধ নয়। একটি মামলার শুনানিতে এমনই রায় দিল কেরল হাইকোর্ট। এদিন হাইকোর্ট সাফ জানিয়েছে, অন্যকে বিরক্ত না করে, কাউকে দেখতে বাধ্য না করে গোপনে কেউ পর্নোগ্রাফি বা অশ্লীল ভিডিও দেখলে সেটাকে কিছুতেই অপরাধ বলে গণ্য করা হবে না। বুধবার কেরল হাইকোর্ট পরিষ্কার জানিয়েছে, এই ধরনের কাজ একটি নাগরিকের ব্যক্তিগত পছন্দ এবং ভারতীয় দণ্ডবিধির ২৯২ ধারার আওতায় পড়ে না। আর সে কারণেই অভিযুক্তকে কোনওভাবেই দোষী বলা যায় না।
আরও পড়ুন-রাজ্যপালের স্বৈরাচারিতার বিরুদ্ধে অবস্থানের তৃতীয়দিনে গর্জে উঠল ছাত্র পরিষদ
সম্প্রতি রাস্তায় দাঁড়িয়ে মোবাইল ফোনে পর্ন ছবি দেখার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। সেই মামলায় আদালত জানায়, সংবিধানের ২৯২ ধারা অনুযায়ী তিনি অপরাধী নন। যেহেতু একাই পর্ন ছবি দেখেছেন তিনি। অন্যদের সঙ্গে দেখলে অথবা পর্ন ভিডিও কাউকে পাঠালে তা অপরাধ বলে বিবেচিত হত। এদিনের মামলার সূত্র ধরেই শিশুদের মোবাইল ফোন ব্যবহার প্রসঙ্গে অভিভাবকদের সতর্ক করেন কেরল হাইকোর্টের বিচারপতি পি ভি কুনহিকৃষ্ণান। অভিভাবকদের উদ্দেশে বিচারপতির পরামর্শ, ছোটদের বাড়ির বাইরে খেলতে যেতে দিন।
আরও পড়ুন-বেতন বাড়ল এনবিএসটিসির কর্মীদের
মোবাইল অ্যাপ সুইগি বা জোম্যাটো থেকে খাবার আনানোর বদলে মায়ের হাতে বাড়িতে তৈরি সুস্বাদু খাবার খাওয়ান। বিচারপতি পি ভি কুনহিকৃষ্ণান বলেন, বাচ্চাদের খেলার মাঠে গিয়ে খেলতে দিন এবং মায়ের খাবারের গন্ধে বাড়ি ফিরে আসতে দিন। ইন্টারনেট সংযোগ থাকা একটি মোবাইল ফোন নাবালকদের মানসিক গঠনের জন্য বিপজ্জনক হতে পারে। এই বিষয়টি খেয়াল রাখতে হবে।