সংবাদদাতা, মালদহ : চাষিদের কাছ ধান কেনার প্রক্রিয়া শুরু হবে ১ নভেম্বর থেকে। যে সমস্ত চাষি গত বছর রেজিস্ট্রেশন করেছেন, তাঁদের আর নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না। এমনটাই জানালেন জেলা খাদ্য নিয়ামক পার্থ সাহা। তিনি বলেন, ‘‘রাজ্য সরকারের নির্দেশমতোই বিজ্ঞপ্তি জারি করে সহায়ক মূল্যে ধান কেনার প্রক্রিয়া শুরু হবে। এবছর একই নিয়মে সেই কাজ করা হবে।’’
জেলা কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, মালদহে এবছর প্রায় ১ লক্ষ ৫৩ হাজার হেক্টর জমি জুড়ে আমন ধানের চাষ হয়েছে। গত বছর জেলায় ১ লক্ষ ৫১ হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছিল। এই বছর দুই হাজার হেক্টর বাড়তি আমন ধানের চাষ হয়েছে। নভেম্বর মাসে এই ধান তোলার কাজ শুরু করে দেন চাষিরা। তবে গরমের মরশুমে বৃষ্টিপাতের পরিমাণ কম হয়েছিল। সেই তুলনায় সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে ধান উৎপাদনের ক্ষেত্রে চাষিদের অনেকটাই সুবিধা করে দিয়েছে।
আরও পড়ুন : উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, আশায় পাহাড়
কৃষি দফতরের মালদহের অধিকর্তা স্নেহাশিস কুইলা জানিয়েছেন, বর্ষার মরশুমে বৃষ্টি ভাল হয়নি। আমনের ফলন কেমন হবে তা নিয়ে চিন্তায় ছিলেন চাষিরা। আবহাওয়ার তারতম্যে এসময়ে বৃষ্টি হওয়ায় খুশি চাষিরা। সাধারণত জেলার ১৫টি ব্লকের মধ্যে গাজোলে সবথেকে বেশি আমন ধানের চাষ হয়। তবে এবার ফলন আরও হবে এমনটা আশা করা যায়।