কলম্বো: আফ্রিদির বল হেলমেটে লাগল। শুশ্রূষার পর আবার ব্যাট হাতে দাঁড়ালেন কুশল মেন্ডিস। এই জেদটাই শ্রীলঙ্কাকে (Sri Lanka) এশিয়া কাপের ফাইনালে নিয়ে গেল। ৮৭ বলে ৯১ রান করেছেন মেন্ডিস। যখন আউট হলেন, জিততে দরকার ৪১ রান। বাকিটা করে দিলেন চারিথ আসালাঙ্কা (৪৯ নট আউট)।
শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ ছিল কার্যত সেমিফাইনাল। বৃষ্টি-বিঘ্নিত খেলায় পাকিস্তান ৪২ ওভারে ২৫২/৭ তোলার পর শ্রীলঙ্কা সেই রান টপকে গেল ৮ উইকেট হারিয়ে। মেন্ডিস ছাড়া সাদিরা সমরবিক্রমের অবদান ৪৮। মেন্ডিস ও তাঁর জুটিতে যে ১০০ রান উঠেছে, সেটাই জয়ের রাস্তা তৈরি করে দেয়। আসালাঙ্কা পরে নট আউট থেকে যান। রবিবার ফাইনাল। প্রেমদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা।
১৩০ রানে অর্ধেক ইনিংস গুটিয়ে যাওয়ার পরও পাকিস্তান যে ২৫২/৭ করতে পেরেছে, সেটা রিজওয়ানের জন্য। চারে এসে তিনি নট আউট থাকলেন ৮৬ রানে। ওপেনার আবদুল্লাহ শফিক করে গিয়েছিলেন ৫২ রান। পরেরদিকে ইফতিকার আহমেদ করেছেন ৪৭ রান। কিন্তু রিজওয়ান যদি ৭৩ বলের এই ইনিংস না খেলতেন, তবে এত রান হয় না পাকিস্তানের।
শ্রীলঙ্কার (Sri Lanka) স্পিনাররা আগের ম্যাচে যে সুবিধা পেয়েছেন, এদিন সেটা ছিল না। ওয়েলালাগে, ডি’সিলভারা সেই টার্ন পাননি, যাতে ব্যাটারদের বিপদে ফেলা যায়। পাক ব্যাটিংকে বিপাকে ফেলেছেন পাথিরানা ও মাদুশান। দ্বিতীয়জন নেন দুটি উইকেট। পাথিরানার সংগ্রহে তিন উইকেট। অধিনায়ক বাবর আজম ২৯ রান করেছেন।
আরও পড়ুন-দায়িত্ব নিয়েই সীমান্তে সুপার