অদিতি গায়েন, মাদ্রিদ (মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী): শুক্রবার শিল্প সম্মেলন শেষে মাদ্রিদে প্রবাসী বাঙালিদের সঙ্গে নিজস্ব মেজাজে মিশে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এখানকার বেঙ্গলি অ্যাসোসিয়েশনের সদস্যরাও দিদিকে কাছে পেয়ে আবেগে ভাসলেন। মাদ্রিদের সময় বিকেল ৩.৩০টার কিছু পরে এই প্রবাসী বাঙালিদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। এঁদের এক-একজন এক-এক পেশায় জড়িত। দীর্ঘদিন বাংলা ছেড়ে এই বিদেশ বিভুঁইয়ে রয়েছেন। তাই বাংলার মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) কাছে পেয়ে মেতে উঠলেন নিজেদের পুরনো দিনের কথায়। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের বললেন, যে বাংলা আপনারা ছেড়ে এসেছেন আজ সে বাংলা নেই। আমাদের সরকার নতুন বাংলা গড়ে তুলেছে। আমাদের এখন আলাদা রাজ্য দিবস হয়েছে। ১লা বৈশাখ। বাংলার জন্য আলাদা গানও হয়েছে। মুখ্যমন্ত্রী নিজেই তখন খানিক গুনগুন করে ওঠেন ‘বাংলার মাটি বাংলার জল’ গানটি। উপস্থিত সকলেই গলা মেলান তাঁর সঙ্গে। মুখ্যমন্ত্রী বলেন, আপনারাও মাদ্রিদে বাংলা দিবস পালন করুন। বাংলার এই গানটি গাইবেন, দেখবেন ভাল লাগবে। এই কথোপকথনের সময় উপস্থিত ছিলেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী, বন্দনা যাদব, আলাপন বন্দ্যোপাধায়, গৌতম সান্যাল স্পেনে ভারতের রাষ্ট্রদূত দেবেশ পট্টনায়ক, বণিকসভার সদস্যরা। কলকাতা বইমেলা কমিটি প্রতিনিধিরা ও সফরসঙ্গী সাংবাদিকরা।
আরও পড়ুন- এবার ফুটবলের পর শিক্ষাতেও মউ-স্বাক্ষর