প্রতিবেদন : মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ বিলের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিবাদের ডাক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর নির্দেশমতো এবার এই বিলের বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত কমিটিতে প্রধান বিচারপতিকে সরিয়ে একজন কেন্দ্রীয় মন্ত্রীকে কমিটিতে রাখার যে পদক্ষেপ কেন্দ্রের তরফে নেওয়া হচ্ছে তা সংবিধান বিরোধী বলে অভিযোগ করেন ডেরেক।
আরও পড়ুন-কেন্দ্রের দণ্ড সংহিতা বিলের যৌক্তিকতা নিয়েই প্রশ্ন উঠছে
স্পেন সফর থেকেই সিইসি বিলের বিরোধিতায় সংসদ উত্তাল করার জন্য সংসদীয় দলকে নির্দেশ দিয়েছিলেন দলনেত্রী মমত্রা বন্দ্যোপাধ্যায়। সেইমতো এই বিলের বিরুদ্ধে তোপ দেগে ডেরেক বলেন, নরেন্দ্র মোদি ও বিজেপি প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানেরই দখল নিতে চাইছে। এটা সত্যিই লজ্জার। একদিকে আমরা ভাষণ দিতে গিয়ে সংসদীয় গণতন্ত্রের কথা বলছি। অন্যদিকে আসন্ন অধিবেশনে এমন একটি বিল আনা হচ্ছে যা সম্পূর্ণ অগণতান্ত্রিক। এটা থেকেই স্পষ্ট বোঝা যায় বিজেপির দিন শেষ হয়ে এসেছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তারা পরাজিত হবে। তাই হারের ভয় থেকেই এই ধরনের পদক্ষেপ।
আরও পড়ুন-জোড়া এলিয়েনের মৃতদেহ-বিতর্ক ভিনগ্রহী নিয়ে কী বলল নাসা?
একইসঙ্গে ডেরেক বলেন, মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের ক্ষেত্রে এতদিন যে নিয়ম ছিল সেই কমিটি থেকে প্রধান বিচারপতিকে বাদ দেওয়া সম্পূর্ণরূপে গণতন্ত্র বিরোধী ও অসাংবিধানিক। সিলেকশন প্যানেল থেকে প্রধান বিচারপতিকে বাদ দেওয়া কোনওভাবেই সমর্থনযোগ্য নয়। আমরা এটা সমর্থন করব না। উল্লেখ্য, এই বিলের বিরুদ্ধে শুরু থেকেই সরব ছিল তৃণমূল। সংসদের বিশেষ অধিবেশনে এই বিল আনার কথা শোনামাত্রই স্পেন থেকে এর বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মগের মুলুক নাকি? বিনাশকালে বুদ্ধিনাশ হচ্ছে। এই সিদ্ধান্তের ফলে দেশের বিচারব্যবস্থাকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিতে চাইছে কেন্দ্র। পাশাপাশি, দলকেও এই বিলের বিরোধিতায় সর্বাত্মক প্রতিবাদে নেমে সংসদ উত্তাল করার নির্দেশ দেন তিনি।