মুখ্যমন্ত্রীর সঙ্গে রনিল বিক্রমাসিঙ্ঘের সাক্ষাতের পরে মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় (Social media) পোস্ট করেন এই সাক্ষাতের ঘটনার ছবি। পরে বিক্রমাসিংহের (Ranil Wickremesinghe) সাথে তার বৈঠক হয় এবং শ্রীলঙ্কার রাষ্ট্রপতিকে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে আমন্ত্রণ জানানোর খবর প্রকাশ্যে আসতেই শুভেন্দু অধিকারী দুজনের মধ্যে একটি কাল্পনিক কথোপকথন এক্সে পোস্ট করেছিলেন। তারপরে মিডিয়ার সাথে আলাপচারিতার সময় তার পোস্টের অর্থ ব্যাখ্যা করেছিলেন।
আরও পড়ুন-আলতা পেন্টিং
নিজের এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী লেখেন,
শ্রীলঙ্কার রাষ্ট্রপতি: আমি শুনলাম আপনি আপনার রাজ্যকে একটা চরম অর্থনৈতিক অচলাবস্থার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ঠিক যেমন আমাদের দেশ শ্রীলঙ্কায় হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায়: আপনি যদি আমাকে গাইড করতে পারেন কিভাবে বাজার থেকে আরও টাকা ধার করা যায়, আমি আপনাকে পরবর্তী বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাব।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট: আমাদের দেশ এখন বিনিয়োগ করার মতো কোনও পরিস্থিতিতে নেই। তাই বিজ়নেস সামিটে যোগ দিয়ে আমি কী করব?
মমতা বন্দ্যোপাধ্যায়: চিন্তা করবেন না। আপনি ২-৩ দিনের জন্য বাংলায় আসবেন, আনন্দ করবেন। আমাদের সঙ্গে মউ সাক্ষর করবেন। অনেকেই আসেন, তাঁরা মউ সাক্ষর করেন, কেউ বিনিয়োগ করেন না। আমি কেবল সংবাদপত্রের শিরোনাম নিয়ে চিন্তিত।
আরও পড়ুন-লোকাল ট্রেনে এক ভক্তের সঙ্গে আলাপ
এই এক্সের পোস্ট নিয়ে নিন্দায় সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক মহল। যদিও এই নিয়ে মুখ্যমন্ত্রীর তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রসঙ্গত, বুধবার দুবাই বিমানবন্দরে হঠাৎ শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সঙ্গে দেখা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি এদিন রাষ্ট্রপতি বলেন, ‘‘আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি?’’ মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতির পর তিনি বলেন, ‘‘আপনিই কি বিরোধী জোটকে নেতৃত্ব দিতে চলেছেন?’’ ভিডিয়োতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী হাসছেন। তিনি তারপর বলেছেন “ওহ মাই গড”। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই বিরোধী দলনেতার ওই পোস্ট।
I am guessing what conversation might have taken place between the two :-
Sri Lankan President Ranil Wickremesinghe – I have heard that you are leading your state towards an economic crisis like what Sri Lanka is facing?
Mamata Banerjee – If you can guide me how to borrow more… https://t.co/MsLTJ00Txj
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) September 13, 2023