প্রতিবেদন : সফল চন্দ্রাভিযানের পর ভারতীয় বিজ্ঞানীদের এবার লক্ষ্য সূর্যকে জয় করা। চলতি মাসের ২ সেপ্টেম্বর সূর্যের দিকে যাত্রা শুরু করেছিল আদিত্য এল ওয়ান (Aditya L1)। এর আগে ৩, ৫ ও ১০ সেপ্টেম্বর একের পর এক কক্ষপথ পরিবর্তন করে চতুর্থবারের মতো সফলভাবে ইবিএন- ফোর সম্পন্ন করে নয়া কক্ষপথে প্রবেশ করল ভারতের এই সৌরযান। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তাদের ‘এক্স’ হ্যান্ডেলে এই তথ্য জানিয়েছে। কক্ষপথ পরিবর্তনের পর পৃথিবী থেকে আদিত্য এল ওয়ানের (Aditya L1) সর্বনিম্ন দূরত্ব হয়েছে ২৫৬ কিলোমিটার এবং সর্বোচ্চ দূরত্ব হয়েছে ১ লক্ষ ২১ হাজার ৯৭৩ কিলোমিটার।
ইসরো জানিয়েছে, কক্ষপথ পরিবর্তনের পরবর্তী প্রক্রিয়াটি আগামী ১৯ সেপ্টেম্বর দুপুরে হবে। মরিশাস, বেঙ্গালুরু, পোর্ট ব্লেয়ারে ইসরোর গ্রাউন্ড স্টেশন রয়েছে। সেখান থেকেই মহাকাশযানটিকে পর্যবেক্ষণ করা হচ্ছে। গন্তব্যে পৌঁছতে সৌরযানটির সময় লাগবে প্রায় চার মাস। আদিত্য এল ওয়ানে সাতটি পে-লোড পাঠানো হয়েছে, যা সূর্যকে বিশদভাবে পরীক্ষা করবে। এই পে-লোডগুলির মধ্যে চারটি সূর্যালোক সম্পর্কে তথ্য পাঠাবে। বাকি তিনটি সূর্যের প্লাজমা এবং চৌম্বকক্ষেত্র পরীক্ষা করবে।
আরও পড়ুন- অনন্তনাগে গুলির লড়াই, বারামুলায় নতুন সংঘর্ষে নিকেশ ২ জঙ্গি