বিমানে ওঠার আগে নিরাপত্তাজনিত (security checking) কারণে ব্যাগ এবং অন্যান্য জিনিসপত্র জমা দিতে হয়। বিমানবন্দরে পরীক্ষা করে দেখা হয় সেগুলি। নিরাপত্তাকর্মীদের নজর এড়িয়ে কোনও নিষিদ্ধ বস্তু গলে বেরিয়ে যাওয়ার উপায় নেই। কিন্তু যাদের বিশ্বাস করে যাবতীয় মালপত্র দিয়ে দেন যাত্রীরা, সেই ‘রক্ষক’ই হয়ে উঠল ‘ভক্ষক’?
আরও পড়ুন-ইঁদুর ধরতে রেলের খরচ শুনলেই হচ্ছে আতঙ্ক
মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লরিডার মিয়ামি শহরে বিমানবন্দরের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে যাত্রীদের ব্যাগ থেকে টাকা এবং অন্য জিনিসপত্র চুরি করার অভিযোগ উঠেছে। দুই কর্মী এই অভিযোগে গ্রেফতার হন। তারা যন্ত্রের মাধ্যমে মালপত্র যাচাই করার সময়ে সেখান থেকে টাকা সরাচ্ছিলেন। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন-৯ ঘণ্টা পর ভোগ পেল জগন্নাথদেব, ভাঙল রীতি
ভিডিওটিতে দেখা গেছে, বিমানবন্দরের এক্স-রে যন্ত্রে পর পর ব্যাগ, স্যুটকেস এগিয়ে যাচ্ছে। পিছনে দাঁড়িয়ে তদারকি করছেন নিরাপত্তারক্ষীরা। হঠাৎ তাদেরই মধ্যে এক কর্মীর হাত একটি ব্যাগের ভিতর। সেখান থেকে টাকা বার করে তিনি নিজের পকেটে ঢুকিয়েছেন, সেটাও ক্যামেরায় স্পষ্ট। ওই দিন যাত্রীদের ব্যাগ থেকে ৬০০ ডলার নগদ তুলেছিলেন অভিযুক্তরা। চুরি করা হয়েছিল আরো কিছু জিনিসপত্র। ওই দুই অভিযুক্ত নিরাপত্তারক্ষীকে অবশেষে গ্রেফতার করা হয়।
২০ বছরের জোসু গঞ্জালেস এবং ৩৩ বছরের লাবারিয়াস উইলিয়ামস গ্রেফতার হয়। তারা পুলিশি জেরার মুখে স্বীকার করেছেন, এর আগেও অনেক যাত্রীর ব্যাগ থেকে একই ভাবে টাকা এবং জিনিসপত্র নিয়ে নিয়েছেন তারা।