বাংলার মডেল অনুসরণ করছে তেলেঙ্গানার কংগ্রেস সরকার। পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডারের আদলে এবার ‘মহালক্ষ্মী’ প্রকল্প (Mahalakshmi Scheme) তেলেঙ্গানায়। এর আগে লক্ষ্মীর ভাণ্ডারের মডেলে কর্নাটকে গৃহলক্ষ্মী প্রকল্প হয়েছিল। রবিবার হায়দরাবাদ থেকে তেলেঙ্গানায় গিয়েছিলেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। আর সেখানেই সোনিয়া গান্ধীর উপস্থিতিতেই ঘোষণা হয় ছ’টি গ্যারান্টি পত্র। যার অন্যতম হল মহালক্ষ্মী প্রকল্প।
মহালক্ষ্মী প্রকল্পে (Mahalakshmi Scheme) প্রতিমাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে ২হাজার পাঁচশো টাকা করে। একইসঙ্গে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করা যাবে। পাশাপাশি গ্যাস সিলিন্ডারের ৫০০ টাকা করে ঘোষণা করা হয়েছে৷ গত শুক্রবার তামিলনাড়ুতেও এই প্রকল্প চালু করেছেন এম কে স্ট্যালিন। সামাজিক এই প্রকল্পের জনপ্রিয়তা রয়েছে মহিলাদের মধ্যে৷ বাংলায় এই প্রকল্প সফল৷
আরও পড়ুন- জোটের সমন্বয় কমিটিতে নেই সিপিএমের প্রতিনিধি, কী জানাচ্ছেন অভিষেক