অপরাজিতা জোয়ারদার, রায়গঞ্জ: শহরের সৌন্দর্যায়নে বরাবরই জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রং, আলো, পরিচ্ছন্ন রাস্তাঘাটে তাঁর উদ্যোগে সেজে উঠেছে কলকাতা। অন্যান্য জেলাগুলিরও সৌন্দর্যায়নের নির্দেশ দিয়েছেন তিনি। উদ্যোগ নিতে বলেছেন জেলাপ্রশাসন, পুরসভাকে। তাঁর নির্দেশ মতোই বিধায়ক মোশারফ হোসেনর উদ্যোগ সেজে উঠছে ইটাহার। শহরের মাঝে বসেছে বিশ্ববাংলার ফলক। গলি রাস্তাতেও রেয়েছে আলো।
আরও পড়ুন-শপিংমল-নার্সিংহোমে নিজস্ব পার্কিং জোন না থাকলে বাতিল হবে লাইসেন্স
পুজোর আগে শহরকে আরও সাজানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিধায়ক। তিনি বলেন, দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে মুখ্যমন্ত্রীর উদ্যোগে। রাজ্য জুড়ে পুজোর সময় বহু মানুষ আসেন। তাই শহরকে আরও সুন্দর করে সাজানোর উদ্যোগ নিয়েছি। দ্রুততার সঙ্গে কাজ চলছে। পুজোর আগেই সেই কাজ সম্পন্ন হবে। আলোকসজ্জা ও বিশ্ববাংলা লোগো উদ্বোধন করা হয় রবিবার। ইটাহারের বিধায়ক মোশারফ হোসেনোর উদ্যোগে ইটাহার বাস টার্মিনাস সহ শহর জুড়ে উন্নয়নমূলক কাজের সূচনা হয়। ব্লকের বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোকসজ্জায় প্রায় ৭ লক্ষ টাকা ব্যয় হয়েছে।
আরও পড়ুন-সবুজ এশিয়াড, কোপ আতশবাজিতে
উত্তরপাড়া থেকে হাটখোলা পোরশা এলাকা পর্যন্ত এই আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে। নতুন রূপে শহরকে পেয়ে খুশি এলাকাবাসীরাও। বলেন, রাজ্য সরকারের আর্থিক বরাদ্দে ও ইটাহারের বিধায়ক মোশারফ হোসেনের উদ্যোগে ইটাহারে ইতিমধ্যেই উন্নত মানের বাস টার্মিনাস, যাত্রীদের সুবিধার্থে পানীয় জলের ব্যবস্থা, পথসাথী করা হয়েছে। নতুন করে তৈরি করা হয়েছে নর্দমা। তাই সবক্ষেত্রেই উন্নত শহরগুলির মতই পরিষেবার দিকে এগিয়ে চলছে ইটাহার।