প্রতিবেদন : নির্বাচনের আগে মহিলা-মন জয়ের চেষ্টায় লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পেশ করেছে কেন্দ্র। যদিও সংসদে এই বিল আনার কৃতিত্ব কোনওভাবেই মোদি সরকারের নয়। এই বিল প্রথম সংসদে পেশ করেছিলেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। কিছু রাজনৈতিক দলের বাধায় তা সেসময় এবং তারপরও একাধিকবার আটকে যায়।
এই বিল সংসদে পাশ হলে লোকসভা ও বিধানসভাগুলিতে মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে ৩৩ শতাংশ আসন। এই বিল প্রসঙ্গে মঙ্গলবারই সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi) বলেছিলেন, এটা আমাদেরই বিল। বুধবার লোকসভায় এই বিল নিয়ে আলোচনায় যোগ দিয়ে অবিলম্বে এটি কার্যকর করার দাবি জানান সোনিয়া। মহিলা সংরক্ষণ বিল নিয়ে বুধবার সংসদের বিতর্কে অংশ নিয়ে কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী (Sonia Gandhi) বলেন, এই বিল প্রথম এনেছিলেন আমার জীবনসঙ্গী রাজীব গান্ধী। সংসদে দাঁড়িয়ে স্মৃতিমেদুর সোনিয়া এরপর তাঁর স্বামী তথা প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীবের কথা উল্লেখ করে বলেন, স্থানীয় সংস্থায় মহিলাদের অংশগ্রহণ নির্ধারণের জন্য প্রথমবারের মতো সংশোধনী এনেছিলেন আমার জীবনসঙ্গী রাজীব গান্ধী, যা রাজ্যসভায় মাত্র ৭ ভোটে পরাজিত হয়েছিল। রাজীবের স্বপ্ন অর্ধেক পূরণ হয়েছে। এই বিল পাশ হলেই তা পূরণ হবে। সোনিয়া বলেন, শুধুমাত্র এই বিল পাশ করলেই হবে না, অবিলম্বে তা কার্যকর করতে হবে।
আরও পড়ুন- চন্দ্রাভিযানের সাফল্যে মোদির কৃতিত্ব কোথায়? খোঁচা বিরোধীদের