প্রতিবেদন : ভারত-কানাডা (India-Canada) দ্বিপাক্ষিক সম্পর্কে বৈরিতার উত্তাপ ক্রমশ বাড়ছে। কানাডা সরকারের তরফে ভারতে বাণিজ্য মিশন স্থগিতের ঘোষণা এবং খালিস্তানপন্থী নেতা খুনের ঘটনার সূত্রে দু’দেশের পক্ষ থেকে কূটনীতিক বহিষ্কারের সিদ্ধান্তে ক্রমশই জটিলতা বাড়চ্ছে। এই পরিস্থিতিতে কানাডায় বসবাসকারী ভারতীয়দের নিয়ে উদ্বেগ প্রকাশ করল নয়াদিল্লি।
খালিস্তানপন্থী আন্দোলন ইস্যুতে এই মুহূর্তে দু’দেশই অনমনীয় ভূমিকা নিয়েছে। এর মধ্যে মঙ্গলবার কাশ্মীর পরিস্থিতি নিয়ে একাধিক আশঙ্কা প্রকাশের পাশাপাশি ভারতের একাধিক রাজ্যে সন্ত্রাসবাদী হামলা হতে পারে বলে আশঙ্কার কথা শুনিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ভারতে থাকা কানাডার নাগরিকদের উদ্দেশে জরুরি ভিত্তিতে নির্দেশিকা জারি করেছে সেদেশের সরকার। সেইসঙ্গে কানাডার খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং নিজ্জরের খুনের পিছনে ভারত যোগের ইঙ্গিত তো আছেই। এরপরই বুধবার ভারতীয় বংশোদ্ভূতদের অবিলম্বে কানাডা ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে ‘শিখস ফর জাস্টিস’। এই সংগঠন সাফ জানিয়েছে, কানাডায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতরা সেখানকার জনজীবন অশান্ত করে তুলছে। তারা ভারতকে (India-Canada) সমর্থনের পাশাপাশি খালিস্তানপন্থীদের বাক্স্বাধীনতাতেও হস্তক্ষেপ করছে বলে শিখস ফর জাস্টিসের অভিযোগ। পিছিয়ে নেই নয়াদিল্লিও। কেন্দ্রের পক্ষ থেকে কানাডার প্রবাসী ভারতীয়দের উদ্দেশে পাল্টা নির্দেশিকা জারি করে তাদের সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে।
আরও পড়ুন- মেয়াদ শেষ হওয়ার আগেই কি পদ খোয়াবেন বাইডেন?
কীভাবে দ্বিপাক্ষিক পরিস্থিতির অবনতি হল?
কানাডাবাসী শিখ নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যার ঘটনায় খালিস্তানিদের দাবিতেই সায় দিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সে-দেশের খালিস্তানিদের অভিযোগে কার্যত সিলমোহর দিয়ে কানাডায় নিযুক্ত এক উচ্চপদস্থ ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করেছে ট্রুডো প্রশাসন। সোমবারই ট্রুডো জানিয়েছিলেন, কানাডার নাগরিক তথা খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের খুনের নেপথ্যে ভারতীয় গুপ্তচর সংস্থার যোগাযোগ থাকতে পারে বলে তাঁদের দেশের নিরাপত্তা এজেন্সির কাছে খবর। এরপরই কানাডার সঙ্গে ভারতের কূটনৈতিক সংঘাত চরমে উঠেছে। পাল্টা ভারত পাঁচদিনের মধ্যে ওই কানাডার কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ
দেওয়া হয়েছে।
ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী এক্স হ্যান্ডেলে ভারত সরকারের নির্দেশিকা শেয়ার করে জানিয়েছেন, কানাডায় ভারত-বিরোধী কার্যকলাপ বাড়ছে। বর্তমানে সেখানকার সমস্ত ভারতীয় নাগরিক এবং যাঁরা কানাডা ভ্রমণের কথা ভাবছেন তাঁদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানানো হচ্ছে। পাশাপাশি ভারতীয় নাগরিকদের জন্য জারি করা নির্দেশিকায় পরামর্শ দেওয়া হয়, অস্থিরতার সম্ভাবনা আছে এমন এলাকায় যাওয়া এড়িয়ে যেতে হবে। ইতিমধ্যে কানাডার ভারতীয় দূতাবাস এদেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কানাডার কর্তৃপক্ষের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখছে। এছাড়াও ওটাওয়া দূতাবাস, টরেন্টো ও ভ্যাঙ্কুভারের কনসুলেটের ওয়েবসাইটে ভারতীয় নাগরিকদের নাম ইতিমধ্যে রেজিস্টার করতে বলা হয়েছে। madad.gov.in-এ নাম নথিভুক্ত করা যাবে।