দুবাইয়ের মাটিতে শোনা গেল বাংলার নারী শক্তির জয়গান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলার নারী ক্ষমতায়ন কতখানি এগিয়ে গিয়েছে তা তুলে ধরলেন সিআইআই-এর (CII) ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের চেয়ারপার্সন সুচরিতা বসু (Sucharita Basu)। একইসঙ্গে জানালেন বাংলার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উজ্জ্বল সম্ভাবনা ও অগ্রগতি।
সিআইআই-এর (CII) ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের চেয়ারপার্সন সুচরিতা বসু (Sucharita Basu) তুলে ধরেন বাংলার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উজ্জ্বল সম্ভাবনা ও অগ্রগতির দিকটি। তিনি বলেন, এমএসএমই ছাড়া বাংলা অসম্পূর্ণ। মুখ্যমন্ত্রী এই ক্ষেত্রটিকে জোরদার করতে চাইছেন। ২১ নভেম্বর থেকে কলকাতায় যে শিল্প সম্মেলন হচ্ছে, সেখানেও মূল লক্ষ্য এমএসএমই। পাশাপাশি তিনি জানান, বাংলায় মেয়েরা শুধু সুরক্ষিত নন, তাঁদের প্রগতিও নজরকাড়া। কন্যাশ্রী থেকে রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো একাধিক উন্নয়নমূলক সামাজিক প্রকল্প মহিলাদের সুরক্ষিত করেছে, আত্মবিশ্বাসী করেছে।
আরও পড়ুন- বাংলায় ‘দিদি’ মানেই সমস্যার সমাধান, বললেন হর্ষ নেওটিয়া
একইসঙ্গে সুচরিতা বলেন, “বাংলায় বহুমুখি আর্থিক ক্ষেত্র। পশ্চিমবঙ্গ কর্ম দক্ষতা, কৌশলগত অবস্থান ও যোগাযোগের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একাধিক ক্ষেত্রে বিনিয়োগের ব্যপক সুযোগ তৈরি করে। শেষ কয়েক বছরে সমস্ত ক্ষেত্রে বাংলার উন্নয়ন চোখে পড়ার মতো। আমার সংস্থাও এই রাজ্যে থেকে উঠে এসেছে। পরিষেবামূলক ক্ষেত্রে কাজ করছি আমরা। অন্যান্য ক্ষেত্রের পাশাপাশি বাংলার ৫২ শতাংশ জায়গা নিয়ে রয়েছে পরিষেবা ক্ষেত্র।” এদিন শিল্প সম্মেলনের মঞ্চ থেকে দুবাইকে বাংলা তথা কলকাতার সকল সম্ভবনাময় দিক তুলে ধরে বিনিয়োগের আবেদন জানান তিনি।