প্রতিবেদন : বিজেপি সাংসদ রমেশ ভিদুরির বক্তব্য নিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিলেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার (Aparupa Poddar)। শুক্রবার দিনভর রমেশ ভিদুরির বক্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে। তারপরেই তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার স্পিকারকে চিঠি দিয়ে তাঁর মন্তব্যের বিষয়টি প্রিভিলেজ কমিটিতে পাঠানোর দাবি করেন। অপরূপা পোদ্দার চিঠিতে অভিযোগ করেছেন, সংসদে এই ধরনের মন্তব্য করে স্বাধিকার ভঙ্গ করেছেন বিজেপি সাংসদ।
লোকসভার ২২২ নম্বর বিধি তুলে ধরে অপরূপা চিঠি দেন। এই বিধি অনুযায়ী, স্পিকারের অনুমতি সাপেক্ষে কোনও বিষয় নিয়ে স্বাধিকার ভঙ্গের অভিযোগ তোলা যায়। স্পিকারকে বিষয়টিতে হস্তক্ষেপ করে প্রিভিলেজ কমিটিতে পাঠানোর দাবি জানিয়েছেন অপরূপা পোদ্দার (Aparupa Poddar)।
আরও পড়ুন- দুবাইকে ‘কন্যাশ্রী’ চেনালেন সুচরিতা, করলেন বাংলার নারী শক্তির জয়গানও